অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি ববিতা। দীর্ঘদিন বড় পর্দায় দেখা নেই তার। বর্তমানে কানাডায় ছেলে অনিকের কাছে আছেন বরেণ্য এই অভিনেত্রী।
এবারই প্রথম নয়, সময় পেলেই কানাডায় অনিকের কাছে ছুটে যান ববিতা। ছেলেকে রান্না করে খাওয়ানো এবং সঙ্গে নিয়ে বেড়াতেও যান তিনি। আর যখন অনিক তার কাজে চলে যান, তখন সময় কাটাতে মাছ শিকার ও শপিংয়ে বের হন এই অভিনেত্রী। কয়েক দিন আগে সেখানকার এক কাঁচাবাজারে গিয়েছিলেন তিনি। সেখানে থেকে কিনেছেন ক্যাপসিকামসহ কিছু সবজি।
সেখানে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ববিতা। ক্যাপশনে লিখেছেন, কানাডার বাজারে…।
প্রসঙ্গত, বড় বোন সুচন্দার অনুপ্রেরণায়ই চলচ্চিত্রে আসা ববিতার। ১৯৬৮ সালে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ নামক সেই চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরুর পর নিজেকে একজন গুণী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি। প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গেও কাজ করেছেন। জুটি বেঁধেছেন দেশ-বিদেশের বহু গুণী অভিনেতার সঙ্গে। চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এ অভিনেত্রী সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।