অনলাইন ডেস্ক : কানাডার মধ্যাঞ্চলীয় প্রদেশ মানিটোবায় গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে চার জন। এই ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছেন। হতাহতের ঘটনা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সিবিসির খবরে বলা হয়েছে, রোববার (২৬ নভেম্বর) ভোরে মানিটোবার প্রদেশিক রাজধানী উইনিপেগের ল্যাঙ্গসাইড স্ট্রি নামক স্থানে গোলাগুলির ঘটনা ঘটে। এক অজ্ঞাত বন্দুকধারী নির্বিচারে হামলা চালায়।
গোলাগুলোর পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উইনিপেগ পুলিশ। পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে তারা পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। এর মধ্যে দুইজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। যার মধ্যে একজন পুরুষ ও একজন নারী। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে দুজন মারা যান। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে বন্দুকধারীকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধদের শনাক্তের জন্য কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।