অনলাইন ডেস্ক : প্রায় দুই মাস বন্ধ থাকার পর ফের কানাডার নাগরিকদের জন্য ভিসা চালু করল ভারত। গত ২১ সেপ্টেম্বর থেকে ভিসা পরিষেবা বন্ধ ছিল। কানাডার নাগরিকদের আর ভারতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত।

চলতি বছরের গত জুনে কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যার সাথে ভারতের গোয়েন্দা সংস্থার জড়িতের অভিযোগ করায়, সেপ্টেম্বরে কানাডার ভিসা স্থগিত করে ভারত। অবশেষে টানা দুই মাস বন্ধ থাকার পর আবারও কানাডার টুরিস্ট, চিকিৎসাসহ সব ভিসা পরিষেবা চালুর অনুমতি দিল ভারত।

কানাডা ও ভারত উভয় দেশ তার নাগরিকদের ভারত ও কানাডায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করে। যদিও ভারত সরকার দৃঢ়ভাবে কানাডিয়ান নাগরিকের হত্যার পেছনে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছিল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে বলেন, যদিও কানাডিয়ান নাগরিকের হত্যায় ভারতের সংশ্লিষ্টতায় কোন তদন্ত করছে না, তবে কানাডার কাছে যদি এ বিষয়ে কোন তথ্য থাকে তবে কানাডা ভারতের সাথে তা শেয়ার করলে ভারত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সংশ্লিষ্টতার অভিযোগের পরই এ সংকট প্রকট আকার ধারণ করে।

প্রসঙ্গত, গত জুন মাসে কানাডার ভ্যাঙ্কুভারের একটি শিখ উপাসনালয়ের বাইরে ৪৫ বছর বয়সী হারদীপ সিং নিজ্জারকে আততায়ীরা গুলি করে হত্যা করে। এর আগে ভারত সরকার ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে নিজ্জারকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছিল।

বুধবার ভারতের পক্ষ থেকে আয়োজিত জি২০-র ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার কথা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। ট্রুডোর সচিবালয় তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভিসা-ঘোষণা দুই দেশের ফের কাছাকাছি আসার ইঙ্গিত কি না, তা নিয়ে চর্চা চলছে। তবে আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। মুখ খোলেনি কানাডাও।