অনলাইন ডেস্ক : অস্বাস্থ্যকর ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। কানাডার দাবানলে সৃষ্ট দূষিত বাতাস ঘরের ভেতরে থাকতে বাধ্য করেছে দেশটির রাজধানীতে বসবাসকারী অসংখ্য বাসিন্দাকে।
বৃহস্পতিবার (৮ জুন) ওয়াশিংটন ডিসিতে গাড়ি চলাচল কমে গেছে, স্বাভাবিকের তুলনায় ভিড় কম ছিল ট্রেনে। অনেক কোম্পানিই তাদের কর্মীদেরকে বাসা থেকে কাজ করতে বলেছে।
পার্ক ও বিনোদন কেন্দ্র, সড়ক নির্মাণ এবং বর্জ্য সংগ্রহসহ অতীব জরুরি নয় পৌরসভার এমন অনেক সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির জাতীয় চিড়িয়াখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সমকামিতার প্রতি সমর্থন জানাতে ‘প্রাইড মান্থ’ এর আয়োজন স্থগিত করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
২০ বছরের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল আর কখনোই দাবানলের ধোঁয়ায় এভাবে আচ্ছাদিত হয়নি, বলছে বেসরকারি আবহওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার।