অনলাইন ডেস্ক : কানাডার বৃহত্তম মেট্রোপলিস টরেন্টোর ডিস্ট্রিক্ট স্কুল কর্তৃপক্ষ সর্বসম্মতিক্রমে ইসলামফোবিয়া এবং মুসলিম বিদ্ধেষের বিরুদ্ধে একটি কর্মসূচি গ্রহণ করেছে। টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) প্রধান রাচেল চেরনোস লিন ভোট সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের স¤প্রদায়গুলোর কাছ থেকে সরাসরি শুনেছি এবং তথ্য পেয়েছি যে ইসলামফোবিয়া আমাদের শিক্ষার্থ এবং কর্মীদের নিয়মিতভাবে প্রভাবিত করছে।

ইসলামফোবিয়া মোকাবেলায় একটি সুনির্দিষ্ট প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের স্কুল স¤প্রদায়ের আরও সদস্যদের স্কুলে এবং কর্মক্ষেত্র নিরাপদ এবং স্বাচ্ছন্দ বোধ করাতে সক্ষম হবো।’ বর্তমানে এই বোর্ড ৭ থেকে ১২ গ্রেডের প্রায় ২ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীকে সেবা দিয়ে থাকে এবং প্রতি পাচঁজন ছাত্রের মাঝে একজন মুসলিম শিক্ষার্থী আছে। পরবর্তী পদক্ষেপ হলো বোর্ডের জন্য কর্মসূচি প্রস্তুত করা এবং কার্যকর করা। এটি বাস্তবায়নের জন্য কোন সময়সূচি নির্দিষ্ট করা হয়নি, তবে বোর্ড গোষ্ঠীগুলোর সাথে বিভিন্ন পদ্ধতিতে কৌশলটি প্রয়োগ করার জন্য পরামর্শ করবে।

কানাডার বৃহত্তম মুসলিম অ্যাডভোকেসি সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিম (এনসিসিএম) উক্ত কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন। এনসিসিএম একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘সা¤প্রতিক বছরগুলোতে সারা দেশে ইসলামফোবিয়া বেড়ে চলেছে। এই ভীতি টরেন্টো শ্রেণীকক্ষের অভ্যন্তরেসহ বাইরেও ছড়িয়ে পড়েছে। এখন আমাদের সন্তানদের রক্ষা করার জন্য কতৃপক্ষের উচিত একটি ইসলামভীতি বিরোধী কৌশল অবলম্বন করা। মুসলিম শিক্ষার্থীদের তাদের শ্রেণীকক্ষে এবং বিদ্যালয়ে তাদের নিরাপত্তা এবং বেঁচে থাকার জন্য আর দুশ্চিন্তা করতে হবে না।’

এনসিসিএম বলেছে, ‘কানাডিয়ান স্কুল সিস্টেমে মুসলিম ছাত্রদের ওপর করা একটি রিপোর্ট বলে যে, ইসলামফোবিয়া আমাদের মাঝে বিভিন্ন ভাবেই বিদ্যমান। তাই ন্যায়ের প্রচলন ও সংযুক্তির জন্য টিডিএসবি একটি বাস্তব সম্মত সঠিক পদক্ষেপ। ইসলামফোবিয়া বিরোধী লড়াইয়ে কৌশল গ্রহণকারী হিসেবে টরেন্টো বোর্ড দ্বিতীয়। জানুয়ারিতে টরন্টোর উত্তর-পশ্চিমে অবস্থিত পিল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড কানাডার প্রথম স্কুল যারা ইসলামফোবিয়া বিরোধী কৌশল গ্রহণ ও বাস্তবায়নের জন্য ভোট দেয়।

অ্যাডভোকেসি সংস্থা কাউন্সিল অফ এজেন্সি সার্ভিসিং সাউথ এশিয়ানস, যেটি টিডিএসবিকে ইসলামফোবিয়ার বিষয়ে একটি নীতি তৈরি করার জন্য অনুরোধ করছে, বলেছে যে এটি এই পদক্ষেপে তারা স্বস্তি পেয়েছে। নির্বাহী পরিচালক সাম্য হাসান বলেন, “কিছু কিছু বিষয় এবং বৈষম্য বা নিপীড়নের উদাহরণ রয়েছে যেগুলোর জন্য নির্দিষ্ট নীতি, কৌশলগুলো সত্যিই সেই স¤প্রদায়ের উপর সেই বিশেষ ঘৃণার প্রভাবের দিকে নজর দেওয়া দরকার।”
হাসান বলেন, সংগঠনটি ২০২০ সালে একটি ইসলামফোবিয়া বিরোধী কৌশলের পক্ষে ওকালতি শুরু করে, তবে টরন্টো-এলাকার স্কুলগুলোতে এক দশকেরও বেশি সময় ধরে এই সমস্যাটির সমাধান করার আহ্বান জানানো হয়েছে, ৯/১১-এর পরে মুসলিম ছাত্রদের সাথে যেভাবে আচরণ করা হয়েছিল তার একটি নাটকীয় পরিবর্তন বলে অভিহিত করেছেন তিনি।

কানাডিয়ান মুসলিমদের ন্যাশনাল কাউন্সিল হল আরেকটি অ্যাডভোকেসি সংস্থা যেটি বলেছে যে, এটি ইসলাম-বিরোধী কৌশল বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, তার আরও যোগ করেছে যে “সা¤প্রতিক বছরগুলোতে সারা দেশে ইসলামোফোবিক ঘটনা বেড়েছে।” সূত্র : সিবিসি নিউজ