Home কানাডা খবর কানাডার ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

কানাডার ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : কানাডার ওপর আরও বেশি পরিমাণ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গর্ভনর’ বলেও কটাক্ষ করেন তিনি। ট্রাম্পের বক্তব্য, মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপ করা হলে, বাড়বে ‘পারস্পরিক শুল্ক’-এর পরিমাণ!

ট্রাম্পের শুল্কনীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। কানাডা থেকে আসা পণ্যের ওপর আমেরিকায় ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছেন তিনি।

মঙ্গলবার (স্থানীয় সময়) মধ্যরাত থেকেই নতুন হারে শুল্ক কার্যকর করা হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। জ্বালানি পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক ধার্য করেছে তারা। বাকি পণ্যের ক্ষেত্রে সেই শুল্কের পরিমাণই ২৫ শতাংশ।

ট্রাম্পের ঘোষণার পরই পাল্টা শুল্ক আরোপের কথা জানান ট্রুডো। আমেরিকা থেকে আসা প্রসাধনী, যন্ত্রপাতি, ফল, ওয়াইন-সহ ৩০ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ কোটি টাকা) মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানান কানাডার প্রধানমন্ত্রী।

শুধু তা-ই নয়, ২১ দিন পর আরও বেশি মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের কথাও বলে রেখেছেন তিনি।

তারপরই প্রতিক্রিয়া দিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, ট্রুডো যখন যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবেন, সঙ্গে সঙ্গেই পারস্পরিক শুল্ক একই পরিমাণ বাড়বে।

কানাডার ওপর ট্রাম্পের শুল্ক চাপানোর নেপথ্যে অন্যতম বড় কারণ ছিল ফেন্টানিল। এই মাদকটি ব্যথার উপশমের ক্ষেত্রে মরফিনের তুলনায় বহু গুণ শক্তিশালী। ট্রাম্পের অভিযোগ ছিল, কানাডা হয়ে এই মাদক আমেরিকায় প্রবেশ করছে। ট্রুডো যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তার বক্তব্য ছিল, আমেরিকায় যত ফেন্টানিল রয়েছে, তার মাত্র এক শতাংশই কানাডা থেকে গিয়েছে। ফেন্টানিল নিয়ে ট্রুডো এবং ট্রাম্পের কথাও হয়েছিল। শুধু ফেন্টানিল নয়, কানাডার অবৈধ অভিবাসী নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলনে ট্রাম্প। ট্রুডোর সঙ্গে কথা বলার পর সাময়িকভাবে কানাডার ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখেন তিনি। তবে এক মাসের সময়সীমা শেষ হতেই আবার শুল্ক বৃদ্ধি করার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: আল-জাজিরা

 

Exit mobile version