অনলাইন ডেস্ক : দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার আলবার্টা প্রদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২২ জন এবং মারা গেছেন ৫ জন।

এ নিয়ে প্রদেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৭২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৪০ জন আলবার্টানস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরতির অসুস্থ ২৫ জন আছেন আইসিইউতে।

অন্যদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শুক্রবার ২৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং আরও একজন করোনায় মারা গেছেন।

সবশেষ তথ্য অনুযায়ী, কানাডায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন, মারা গেছেন ১০ হাজার ১১০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯৩ হাজার ৯৩৭ জন।