Home কানাডা খবর কানাডায় ১৩ অক্টোবর থেকে বাবা-মাকে স্পন্সরের আগ্রহপত্র গ্রহণ

কানাডায় ১৩ অক্টোবর থেকে বাবা-মাকে স্পন্সরের আগ্রহপত্র গ্রহণ

রাজীব আহসান, কানাডা : কানাডায় স্থায়ী বাসিন্দাদের বাবা-মাকে স্পন্সর করার আগ্রহপত্র আগামী ১৩ অক্টোবর থেকে জমা নেয়া হবে।

১৩ অক্টোবর দুপুর ১২টা থেকে ৩ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে এসব আগ্রহপত্র জমা দেয়া যাবে বলে ইমিগ্রেশন কানাডা সোমবার ঘোষণা করেছে।

চলতি বছর সর্বোচ্চ ১০ হাজার বাবা-মায়ের আবেদনপত্র গ্রহণ করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।

কানাডার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, তিন সপ্তাহ সময়কালে অনলাইনে জমা হওয়া আগ্রহপত্রগুলো থেকে বাছাই করে তাদের কাছে আবেদনপত্র পাঠানো হবে। আবেদনপত্র জমা দেয়ার জন্য ৬০ দিন সময় দেয়া হবে।

কোভিড পরিস্থিতি বিবেচনা করে স্পন্সরে আগ্রহীদের আয়ের শর্তাবলি খানিকটা শিথিল করা হচ্ছে। তবে অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকছে।

আগামী ডিসেম্বরের মধ্যে ৪৯ হাজার আবেদনপত্র নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা স্থির করেছে ইমিগ্রেশন কানাডা।

উল্লেখ্য, আয়তনের দিক থেকে কানাডা ৯ হাজার ৯৮৫ মিলিয়ন কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৩ কোটি ৬০ লাখ। যার রয়েছে ১০টি প্রদেশ ও ৩টি রাজ্য।

কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় আড়াই লাখ অভিবাসনপ্রত্যাশী পাড়ি দেন কানাডায়।

এক সমীক্ষায় দেখা গেছে কানাডার বিচারব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, শিক্ষাব্যবস্থা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, জীবনের নিরাপত্তা, স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার কারণে দেশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের কাছে কানাডা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

কানাডায় প্রতি বছর স্থায়ীভাবে বসবাসরত নাগরিকদের তাদের বাবা ও মাকে নিয়ে আসার জন্য প্রচুরসংখ্যক আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন।

Exit mobile version