Home কানাডা খবর কানাডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬

কানাডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬

অনলাইন ডেস্ক : কানাডার এক যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরই দেশটির দক্ষিণাঞ্চলে বিমাসটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ছোট কমিউটার এই বিমানটিতে খনিশ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন। তবে তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানা যায়নি।

অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পর পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

Exit mobile version