Home কানাডা খবর কানাডায় বুয়েট অ্যালামনাই নাইট অনুষ্ঠিত

কানাডায় বুয়েট অ্যালামনাই নাইট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে বর্ণিল আয়োজনে প্রবাসী প্রকৌশলীদের উন্নয়ন, নতুন আসা অভিবাসীদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা এবং ভবিষ্যতে নিজেদের উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে বুয়েট অ্যালামনাই নাইট অনুষ্ঠিত হয়েছে।

বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির উদ্যোগে রেডিসন হোটেল এন্ড কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠানে কীভাবে বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রাখা যায় সেই বিষয় নিয়েও আলোচনা হয়।

ক্যালগেরিতে বসবাসরত বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সেন্টারটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির প্রেসিডেন্ট শুকুরুজ্জামান তুহিন। এসময় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বরফাচ্ছন্ন কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে প্রবাসী বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আনন্দ–উৎসবে মেতে উঠেছিলেন। প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ আর তাদের পরিবারের সদস্যদের গান আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হন অতিথিরা। নৈশভোজের পরে শুরু হয় ক্যালগেরির স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা। সংগীত আর সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে সেন্টার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা সুলতানা সোমা। ক্যালগেরির বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শুকুরুজ্জামান তুহিন বলেন, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো একটা সময়ে আনন্দ করলাম। এ ধরনের অনুষ্ঠান আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়।

অনুষ্ঠানে ২০২৪ -২০২৫ কার্যকরী পরিষদের নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ওবায়দুল কবির এবং সাধারণ সম্পাদক শাফকাত মাহমুদ সহ নতুন কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, নতুন কমিটির উপদেষ্টা আবদুল্লা রফিক, সুফল বৈরাগী, সুব্রত বৈরাগী, ফরহাদ হোসেন, রাশিদুল হক, শান্তনু বনিক সহ ক্যালগেরি বুয়েট এলামনাই এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।

 

Exit mobile version