Home কানাডা খবর কানাডায় বিমান দুর্ঘটনা, যাত্রীদের প্রত্যেকে পাবেন ৩৬ লাখ টাকা

কানাডায় বিমান দুর্ঘটনা, যাত্রীদের প্রত্যেকে পাবেন ৩৬ লাখ টাকা

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টোতে দুর্ঘটনা কবলিত ডেল্টা এয়ারলাইন্সের প্রত্যেক যাত্রীকে ৩০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দেয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৬ লাখ ৪৩ হাজার টাকারও বেশি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে বিমান সব আরোহী বেঁচে যান। খবর বিবিসি

ডেল্টার এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিপূরণের এই অর্থ যাত্রীদের জন্য একটি ‘প্রাথমিক সহায়তা’ এবং এটি কোনো শর্তসাপেক্ষ নয়। যাত্রীরা চাইলে পরে আইনি দাবিও উত্থাপন করতে পারবেন।

মিনিয়াপোলিস থেকে টরন্টোগামী ওই বিমানটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। কিন্তু বিমানটি অবতরণের সময় রানওয়েতে আগুন ধরে উল্টে যায়। তবে বেশির ভাগ যাত্রী অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতকালীন বৈরী আবহাওয়া এবং বিমানটির দ্রুত অবতরণ এটির একটি কারণ হতে পারে। বিমানের ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতার জন্য বিমানের ক্রু ও জরুরি সেবাকর্মীদের প্রশংসা করা হচ্ছে। বিমানটির নিরাপত্তা ব্যবস্থা ও ক্রুদের দক্ষতা সবার জীবন বাঁচিয়ে দিয়েছে।

ডেল্টার প্রধান নির্বাহী অ্যাড বাস্তিয়ান বলেছেন, ‘আমাদের ক্রুরা সাহসিক ভূমিকা পালন করেছেন। তবে এটি তাদের প্রশিক্ষণেরই অংশ। নিরাপত্তা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

Exit mobile version