অনলাইন ডেস্ক : বাংলাদেশ হাই কমিশন অটোয়া কানাডা কর্তৃক প্রথমবারের মতো ক্যালগেরিতে আয়োজিত “বিনিয়োগ ও বাণিজ্যের গন্তব্য বাংলাদেশ” শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও কানাডার আলবার্টা প্রদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে আরও শক্তিশালী করার প্রক্রিয়াকে তরান্নিত করার জন্য এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন কানাডায় বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলবার্টা প্রদেশের ক্যালগেরির জাসরাজ সিং হালান এমপি, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধ্যাপক ড.আনিস হক, মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের রিসেট স্কুল অব বিজনেসের সহকারি অধ্যাপক ডক্টর তাসফিন হোসেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী উদ্যোক্তা চিকিৎসক আইনজীবী প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীবৃন্দ এবং সংবাদকর্মীরা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন এবং সাধারণ সম্পাদক জয়ন্ত বসু।
সেমিনারের শুরুতেই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও উন্নয়নের চিত্র, বিনিয়োগ ইত্যাদির উপর একটি প্রামাণ্য ভিডিও চিত্র পরিবেশিত হয়। সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ ও আলবার্টা প্রদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত তথ্যাদি উপস্থাপন করেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (বাণিজ্যিক) মো. শাকিল মাহমুদ।

সেমিনারে অধ্যাপক ড.আনিস হক বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডাতে প্রকৌশল বিষয়ে অধ্যয়নের সুযোগ সুবিধার বিষয় তুলে ধরন। ড. তাসফিন হোসেন তার উপস্থাপনায় তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার চিত্র তুলে ধরেন।

উল্লেখ্য, সেমিনারে মূলত আলবার্টা প্রদেশ ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ কীভাবে সম্প্রসারণ করা যায় সে বিষয়ে আলোকপাত করা ছাড়াও বর্তমানে বাংলাদেশে যে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে তা তুলে ধরা হয়। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়।

বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগকারীদের জন্য যে সকল প্রণোদনা ও সুযোগ-সুবিধা প্রদান করছে সে বিষয়েও আলোকপাত করা হয়।