রাজীব আহসান, কানাডা : কানাডার শ্রমবাজারে সেপ্টেম্বরে ৩ লাখ ৭৮ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে। প্রায় সব চাকরিই ফুলটাইমের।

করোনাকালে চাকরি হারানো তিন-চতুর্থাংশেরও বেশি কর্মী সেপ্টেম্বর মাসে কাজ পুনরুদ্ধার করেছেন।

অন্যদিকে তুলনা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরিজীবীরা যে পরিমাণ চাকরি হারিয়েছে, তার অর্ধেকের চেয়ে কিছুটা বেশি ফিরে পেয়েছে।

প্রিন্স অ্যাডওয়ার্ড দ্বীপ ছাড়া প্রায় প্রতিটি প্রদেশেই চাকরির নতুন বাজার তৈরি হয়েছে। এর মধ্যে অন্টারিওতে ১ লাখ ৬৭ হাজার, কুইবেকে ৭৬ হাজার, ব্রিটিশ কলম্বিয়া ৫৪ হাজার এবং আলবার্টায় যোগ হয়েছে ৩৮ হাজার।

কানাডায় জুনে প্রায় এক কোটি মানুষের চাকরি ছিল, মার্চ ও এপ্রিল মাসে মহামারীর কারণে বন্ধ হয়ে যেতে বাধ্য হওয়া ব্যবসায়গুলো আবারও চালু হতে শুরু করে এবং প্রতিষ্ঠানগুলো লোকসান পুনরুদ্ধার করতে থাকে। অনেক রেস্টুরেন্ট ইতিমধ্যে খুলে গেছে।

উল্লেখ্য, কানাডায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ব্যবসা থাকার কারণে অনেক ব্যবসা গুটিয়ে ফেলতে হয়েছে। কানাডায় স্বাস্থ্যবিধি ও ঝুঁকির বিষয়টি প্রাধান্য দিয়ে সরকারের নীতিনির্ধারকরা ব্যবসাপ্রতিষ্ঠানে কার্যক্রম জোরদার করেছে।