অনলাইন ডেস্ক : কানাডায় করোনার সংক্রমণ ফের বেড়েছে। ক্যালগেরির মেয়র নাহিদ ন্যান্সি মঙ্গলবার সতর্ক করে বলেছেন, আলবার্টা সপ্তাহের শেষে একদিনে নতুন এক হাজার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড করতে চলেছে। এটিই সম্ভবত লকডাউনের কারণ হতে পারে।

স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজ জানায়, আলবার্টা প্রদেশের স্বাস্থ্য বিষয়ক প্রধান মেডিকেল অফিসার ডা. ডীনা হিনশার নিয়মিত আপডেটের আগে ন্যান্সি বলছিলেন, মঙ্গলবার প্রকাশিত করোনায় আক্রান্তের সংখ্যা ‘অত্যন্ত উদ্বেগজনক’।

তিনি আরো বলেন, বসন্তের সময় যে পরিমাণ করোনা শনাক্ত হয়েছিল বর্তমানে আক্রান্তের হার অনেক বেশি।সুতরাং লকডাউন এড়াতে আমাদের প্রচেষ্টা পুনরায় দ্বিগুণ করতে হবে।

তিনি তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, স্বাস্থ্যবিধি বজায় রাখা, সম্ভব হলে হাত ধোয়া ও শারীরিক দূরত্ব বজায় রাখা।

তিনি বলেন, আমি আর লকডাউন চাই না, কেউই তা চায় না। শেষ পর্যন্ত যদি অর্থনৈতিক মন্দা এড়াতে মানুষকে সুস্থ ও সুরক্ষিত রাখা আমাদের একমাত্র পছন্দ হয়, তবে আমাদের এটাই করতে হবে।

উল্লেখ্য, আলবার্টা স্বাস্থ্য বিভাগ শুক্রবার থেকে এ পর্যন্ত ২ হাজার ২৬৮ জনের শনাক্ত হওয়ার রিপোর্ট করেছে, যেখানে প্রতিদিন গড়ে পাঁচশ’ জনেরও বেশি শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা মহামারির নবম মাসে রেকর্ড ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, কানাডার বিভিন্ন প্রদেশে ও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদিও বিভিন্ন প্রদেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯৩৫ জন, মারা গেছে ১০ হাজার ২৭৯ জন এবং সুস্থ হয়েছে ২ লাখ ৩ হাজার ৫০৯ জন।