বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন। সাবলীল অভিনয়ের দক্ষতা দিয়ে অগণিত দর্শকের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে অজয় ছাড়াও এই অভিনেত্রীর মন জয় করেছেন বলিউডের আরও একজন। যার প্রতি ব্যাপক মুগ্ধ ছিলেন কাজল।

‘ঝালাক দিখলা জা ১০’-এর সর্বশেষ পর্বে পরিচালক করন জোহর জানান, বলিউডে অক্ষয় কুমার ছিলেন কাজলের ক্রাশ। সম্প্রতি ওই ডান্স রিয়েলিটি শোতে তার আসন্ন সিনেমা ‘সালাম ভেঙ্কি’র প্রচারের জন্য হাজির হয়েছিলেন কাজল।

শোতে নোরা ফাতেহি, করন জোহর ও মাধুরী দীক্ষিতের সঙ্গে সিনেমা প্রচারের জন্য অনেকটা সময় কাটিয়েছেন ‘কাভি খুশি কাভি গাম’ খ্যাত অভিনেত্রী। ওই শোতে পুরোনো বন্ধু করনের সঙ্গে একটি খেলাও খেলেছেন তারা। যেখানে তারা একে অপরের সম্পর্কে প্রশ্নের উত্তর দেন।

খেলার একটি অংশে সঞ্চালক মনীশ পল করনের কাছে জানতে চেয়েছিলেন, বলিউডে অজয় দেবগন ছাড়া আর কারো প্রতি ভালোলাগা ছিল কি না কাজলের! উত্তরে করন জানান, বলিউডে অক্ষয় কুমার ছিলেন কাজলের বিরাট ক্রাশ। এমনকি অক্ষয়ের প্রতি অনেক দুর্বলও ছিলেন কাজল। করনের এমন সোজাসাপ্টা জবাবে কাজল লজ্জায় হেসে উঠেন।

উল্লেখ্য, ৯০ দশকের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম কাজল এবং অক্ষয়। শুধুমাত্র একটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। ১৯৯৪ সালে ‘ইয়ে দিল্লাগি’ সিনেমায় একত্রে জুটি হয়ে কাজ করেছিলেন এই দুই তারকা।