Home আন্তর্জাতিক কলোরাডায় নির্বাচন করতে পারবেন না ট্রাম্প

কলোরাডায় নির্বাচন করতে পারবেন না ট্রাম্প

অনলাইন ডেস্ক : ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে লড়তে পারবেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এই ঐতিহাসিক রায় দিয়েছে কলোরাডো সুপ্রিম কোর্ট।

কলোরাডো সুপ্রিম কোর্টের ৭ জন বিচারকের একটি বেঞ্চ ৪-৩ ভোটে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ প্রয়োগ করে তাঁকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী বলে ঘোষণা করা হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে তাণ্ডব চালিয়েছিলেন, সেখানে তাঁর ভূমিকার জন্য কলোরাডো অঙ্গরাজ্যে ট্রাম্প লড়তে পারবেন না। এ সময় তাঁরা মার্কিন সংবিধানের ‘বিদ্রোহ’ সংক্রান্ত ধারাগুলোর আশ্রয় নেন। ওই ধারা অনুযায়ী, যারা বিদ্রোহ করবেন তারা মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না।

এই রায়ের বিরুদ্ধে ট্রাম্পের প্রচারণা দল বলেছে, ‘চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট।’ আদালতের রায়ে বল হয়, ‘আমরা হালকাভাবে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাইনি। আমরা আমাদের সামনে উত্থাপিত প্রশ্নগুলোর মাত্রা ও ওজন সম্পর্কে সচেতন। আমরা একইভাবে আইন প্রয়োগের বিষয়ে আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন।

কোনো ধরনের ভয় বা অনুগ্রহ ছাড়াই আইন অনুসারে আমরা যেসব সিদ্ধান্ত নেই তা জনসাধারণের প্রতিক্রিয়া দ্বারা প্রভাবিত আমরা প্রভাবিত নই।’
ট্রাম্পের পক্ষে এক আইনজীবী যুক্তি দিয়েছেন, ক্যাপিটলের ঘটনা এতোটা গুরুতর নয় যে তাকে বিদ্রোহ বলা যাবে। তাছাড়া সেদিনই ওয়াশিংটনে সমর্থকদের উদ্দেশে ট্রাম্পের বক্তব্য, তাঁর কথা বলার স্বাধীনতা। আইনজীবী বলেন, ভোটে লড়াই করা থেকে ট্রাম্পকে বঞ্চিত করার আদেশ দেওয়ার অধিকার নেই আদালতের।

একটি বিবৃতিতে ট্রাম্পের প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং এই রায় ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেছেন এবং বিচারকদের নিন্দা করেছেন।

তিনি অভিযোগ করেন, যেসব বিচারক এই রায়ের সঙ্গে যুক্ত তারা সবাই ডেমোক্রেটিক গভর্নরদের আমলে নিযুক্ত। তিনি বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাবশালী নেতৃত্বের বিপরীতে ক্রমবর্ধমান হারে ভোটারা তাঁকে সমর্থন জানানোয় ডেমোক্রেটিক পার্টির নেতারা বিভ্রান্তির মধ্যে আছেন।’ চেউং বলেছেন, ‘ট্রাম্পের আইনি দল মার্কিন সুপ্রিম কোর্টে দ্রুত এই রায়ের বিরুদ্ধে একটি আপিল দায়ের করবে।’

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরও বেশ কিছু দিন ক্ষমতা হস্তান্তরে রাজি হননি ট্রাম্প। শেষে ডেমোক্র্যাটদের জয়ী প্রার্থী জো বাইডেনকে জায়গা ছাড়লেও ক্যাপিটল হিলে তাণ্ডব চালিয়েছিলেন। সব মিলিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে যে তাণ্ডব চালিয়েছিলেন সেটার ফল এখন তাঁকে ভোগ করতে হচ্ছে।

সূত্র: বিবিসি

Exit mobile version