Home বিনোদন ‘কলঙ্কিনী রাধা’ নিয়ে বিতর্কের ঝড়, বদলে গেলো গানের কথা

‘কলঙ্কিনী রাধা’ নিয়ে বিতর্কের ঝড়, বদলে গেলো গানের কথা

অনলাইন ডেস্ক : এখনো মানুষের মুখে মুখে ঘোরে ‘কলঙ্কিনী রাধা’ শিরোনামের এই লোকসংগীতটি। কিন্তু আনুশকা শর্মার প্রযোজনা সংস্থার ওয়েব সিরিজ ‘বুলবুল’ এ গানটি ব্যবহার হওয়ার পর হঠাৎ করেই বিতর্ক হচ্ছে গানটি নিয়ে।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘বুলবুল’ ওয়েব সিরিজটি। এরপর নেটিজেনদের একটি অংশ অভিযোগ তুলেছেন এই ওয়েব সিরিজে ‘কলঙ্কিনী রাধা’ গানটি ব্যবহার করে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই কারণে নেটফ্লিক্স বয়কটের দাবিও তুলেছেন কেউ কেউ। কলঙ্কিনী রাধা ও কানু হারামজাদা বলে রাধা-কৃষ্ণকে অপমান করা হয়েছে বলে মনে করছেন একদল মানুষ। এবার এসব সমালোচনার জবাব দিয়েছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

অনির্বাণ প্রতিবাদ জানাতে গিয়ে বদলে দিয়েছেন গানের কথা। লিখেছেন, ‘ ও কি ও গরবিনী রাধা, কদম ডালে বসে আছে, কানু সাহেবজাদা। এবার ঠিক আছে ? শুধু লাইন পরিবর্তনই নয়, বাংলা হ্যাজট্যাগে অনির্বাণ লিখেছেন, #ভাবাবেগম্যাটার্স।’ অনির্বাণের পোস্টে অনেকে তার পক্ষও নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পায় ‘বুলবুল’ ওয়েব সিরিজটি। যেখানে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম।

Exit mobile version