বিনোদন ডেস্ক : সিঁথিতে লাল টকটকে সিঁদুর। ডাগর ডাগর চোখ। কপালে ছোট্ট টিপ। লাল লিপিস্টিকে মোড়ানো ঠোঁট। এ যেন এক নতুন অপু। এভাবে কলকাতার দুর্গাপূজায় নিজেকে মেলে ধরেছেন তিনি। প্রথমবারের মতো দুর্গাপূজা মণ্ডপে সিঁদুর খেললেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীর সকালে পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার কাঁকুড়গাছি যুবকবৃন্দ পূজা মণ্ডপে সিঁদুর খেলেন অপু। সঙ্গে ছিলেন অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অস্ত্রশিল্পীসহ ক্লাবের নারীরা।

এ সময় অপুর মুখে সিঁদুর মাখিয়ে দেন অনেকে। তেমনি অন্যদের মুখেও সিঁদুর মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন অপু বিশ্বাস। সে সময় অনেকে মিষ্টিমুখও করেন।

প্রশ্নের উত্তরে অপু বলেন, ভারত আমার পাশের দেশ। কিন্তু কলকাতার বন্ধুদের কখনো মনেহয় না আমি অন্য দেশ থেকে এসেছি। আর সিঁদুর খেলা আসলেই একটা অন্যরকম অনুভূতি। ছোটবেলায় দেখেছি, মায়েরা সিঁদুর খেলতো। সিঁদুর নিচে পড়ে গেলে তুলে মুখে মাখতাম। আজকে নিজেই সিঁদুর খেলছি, খুব ভালো লাগছে।

অপু আরও বলেন, বাংলাদেশে আমার কখনো সিঁদুর খেলা হয়নি। এই প্রথমবার আমি নিজে সিঁদুর খেললাম।

ঠিক যে সময়ে শাকিব খান ও বুবলীকে নিয়ে মেতে আছে সারাদেশ। সে সময়ে দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে পূজোর আনন্দ উপভোগ করছেন অপু বিশ্বাস।