স্পোর্টস ডেস্ক : অতিমারি করোনার বাস্তবতায় অনেক রঙ, আনুষঙ্গিকতা নির্বাসনে রয়েছে। তারপরও যে কোনো সিরিজ, টুর্নামেন্টের মতোই স্টেডিয়ামের চিরাচরিত রূপের ছায়া ধরে রাখার চেষ্টা বর্তমান। গতকাল যেমন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে ঠাঁই পেয়েছে বড় বড় ব্যানার। কিছু সাজসজ্জার কাজও দেখা গেল। জৈব সুরক্ষা বলয়, স্বাস্থ্যবিধির কঠোর নিয়মের মধ্যেও একটা আবহ তৈরিতে বিসিবির চেষ্টার কমতি নেই। দর্শকশূন্য গ্যালারি নিয়েই আজ মাঠে গড়াবে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট।
দর্শকদের অনুপস্থিতিতে গ্যালারিতে শোভা পাবে অনেক ব্যানার। থাকছে পাঁচটি দল, সম্প্রচার স্বত্ব পাওয়া টি-স্পোর্টস, বিসিবি এবং টুর্নামেন্টের প্রচারণায় তৈরি করা ব্যানার। ভিআইপি গ্যালারিতে কয়েকটি চেয়ার বসিয়ে তৈরি করা হয়েছে তিনটি বক্স। স্টেডিয়ামের প্রাণ দর্শকরা থাকছেন না, তবে করোনাকালে সম্পূর্ণ স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বিসিবির দ্বিতীয় এই টুর্নামেন্টে শোভা বর্ধনের মূল কাজটা করবে মাঠের ক্রিকেট। সেখানে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্দীপনার সঞ্চার করতে সব ধরনের রসদই থাকছে।
যার কেন্দ্রবিন্দুতে অবশ্যই থাকবেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের প্রত্যাবর্তন ঘটছে আজ।
আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়। দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার বিরুদ্ধে খেলবে ফরচুন বরিশাল। সাকিবের ফেরার অপেক্ষা ফুরাবে এই ম্যাচে। খুলনার হয়ে খেলবেন তিনি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ম্যাচ দুইটি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
আজ প্রথম ম্যাচেই রাজশাহী পাচ্ছে না দলটির বড় অস্ত্র সাইফউদ্দিনকে। গোড়ালির চোটে এক সপ্তাহের বিশ্রামে আছেন তিনি। সাইফউদ্দিনের অভাব ঘুচিয়ে বেক্সিমকো ঢাকাকে আটকে দেওয়ার ছক কষছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল শান্ত। ভারসাম্যপূর্ণ দল নিয়ে ঢাকার অধিনায়ক মুশফিক চান, মাঠে ভুল কম করতে এবং নিজেদের কাজটা ঠিকভাবে করতে।
কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল খুলনা। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ গতকাল বলেছেন, ‘কাগজে-কলমে হয়তো আমাদের দলকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। তবে আমি সবসময়ই একটা কথা বিশ্বাস করি যে, মাঠের পারফরম্যান্সটা সবসময়ই মুখ্য থাকবে। অবশ্যই আমাদের প্রমাণের অনেক কিছু আছে।’
বেক্সিমকো ঢাকা-
মিনিস্টার গ্রুপ রাজশাহী
দুপুর দেড়টা
ফরচুন বরিশাল-
জেমকন খুলনা
সন্ধ্যা সাড়ে ৬টা