Home ইসলাম ও ধর্ম করোনা আতঙ্কেও তাবলিগ জামাত: মাওলানা সাদের বিরুদ্ধে এফআইআর

করোনা আতঙ্কেও তাবলিগ জামাত: মাওলানা সাদের বিরুদ্ধে এফআইআর

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লিতে তাবলিগ জামাতের আয়োজক মাওলানা সাদ কান্দলভির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় মহামারি আইনের ৩ নম্বর ধারায় পুলিশ এফআইআর দায়ের করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে। করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই দিল্লির নিজামুদ্দিনে এই জমায়েতের আয়োজন করা হয়েছিল। এই জমায়েতে অংশ নেওয়া অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার জানান, গত ৩ দিনে নিজামুদ্দিন মারকাজ তবলিগ জামাত থেকে ১ হাজার ৫৪৮ জনকে সরানো হয়েছে। যাদের মধ্যে করোনা সন্দেহে ৪৪১ জনকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাকিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২১ মার্চ নয়া দিল্লির বলিগ জামাতে যারা অংশ নিয়েছিলেন তাদের অধিকাংশই মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে এসেছিলেন। মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, কিরগিজস্তানের নাগরিকরা এই জমায়েতে অংশ নেন।

তাবলিগ জামাতে প্রায় ১ হাজা ৭৪৬ জন অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ভারতীয় হলেন ১ হাজার ৫৩০ জন এবং ২১৬ জন বিদেশি নাগরিক। অংশ নেওয়া ছয় ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর মারা গেছেন। সোমবার (৩০ মার্চ) তেলেঙ্গানার বিভিন্ন হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এনডিটিভি জানিয়েছে, ওই অনুষ্ঠানে যোগ দেওয়া অপর এক ব্যক্তি গত সপ্তাহে কাশ্মিরের শ্রীনগরে মারা গেছেন।
দিল্লি পুলিশ বলছে, ২৪ মার্চ থেকে ওই ভবন খালি করতে বলা হলেও অবস্থানরতদের দাবি, লকডাউনের কারণে তারা বের হতে পারছেন না।

উল্লেখ্য, এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৯৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের। তবে দিল্লির ওই আয়োজনের পর দেশটিতে আক্রান্তের সংখ্যা অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Exit mobile version