অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার দেশটিতে গত ৬ মাসের মধ্যে একদিনে সর্বাধিক প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৪৬ জন।
জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গত মে মাসের পর এটিই সর্বাধিক প্রাণহানির সংখ্যা।
মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯২৫ জন। ২১ তম বারের মতো দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের মঙ্গলবারের তথ্যমতে, দেশটিতে এদিন নতুন করো ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সে হিসেবে আমেরিকায় মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ২৫ লাখ ৯১ হাজার ১৬৩ জন।