অনলাইন ডেস্ক : বাংলাদেশের মানুষের জন্য করোনা ভাইরাসের টিকা সরবরাহে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, এই টিকা পেতে আগে অনলাইনে নিবন্ধন করতে হবে।
জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে এই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. তাহমিনা শিরিন বিবিসি বাংলাকে এমনটি জানিয়েছেন।
তিনি জানান, করোনা ভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে আগে অনলাইন নিবন্ধনের পরিকল্পনা করা হয়েছে। কবে ও কীভাবে নিবন্ধনের কাজটি হবে, সে বিষয়ে এখনো আলোচনা চলছে।
নিবন্ধনের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচি ও আইসিটি বিভাগ সহযোগিতা করবে বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জানুয়ারি মাসের প্রথমদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা আসতে পারে। এ জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।