অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের উৎস সন্ধানের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ দল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে পৌঁছেছে। বৃহস্পতিবার তারা উহান পৌঁছান।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান একটি বিবৃতিতে জানিয়েছেন, এই বিষেষজ্ঞ টিম ১৪ জানুয়ারি সিঙ্গাপুর থেকে উহান আসবে।

এই বিশেষজ্ঞ দল কতদিন উহানে থাকবে, তা এখনও জানা যায়নি। জানা গেছে, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর দলটি তাদের অনুসন্ধান কার্যক্রম শুরু করবে।

এদিকে করোনা ভাইরাস অ্যান্টিবডি পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলের দুই সদস্যকে দেশে প্রবেশ করতে দেয়নি চীন সরকার। ঐ দুই সদস্য সিঙ্গাপুরে রয়ে গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে রাজধানী উহানে প্রথমে করোনা রোগী শনাক্ত করা হয়। অনেকেই অভিযোগ করেন, উহানের সামুদ্রিক খাবারের বাজার থেকে এই প্রাণঘাতী ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়েছে।