মু. মাহবুবুর রহমান, নিউজিল্যান্ড থেকে: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন দেশটিকে ‘করোনাভাইরাসমুক্ত’ ঘোষণা দেওয়ার পর মিলনমেলা করলেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশটির পালমারস্টোন নর্থ শহরে আয়োজিত এ পুনর্মিলনীতে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত বাংলাদেশি।

এ আয়োজন করেন মেসি ইউনিভার্সিটির শিক্ষক আখতারুজ্জামান।

প্রবাসীরা জানান, করোনাভাইরাসের কারণে লকডাউনে বন্দি ছিল সবাই। গত ৮ জুন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন নিউজিল্যান্ডকে ‘করোনাভাইরাসমুক্ত’ ঘোষণা করার পর এ পুনর্মিলনীর সিদ্ধান্ত হয়।
এতে প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। শিশু-কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে খাবারের আয়োজনে ছিল বাঙালি সংস্কৃতির ছাপ। বিশেষ করে ভাবীদের আনা মিষ্টান্নে ছিল দেশীয় খাবারের স্বাদ। অনুষ্ঠানের শেষ অংশে ছিল গান।