অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে বিতর্ক যেনো লেগেই থাকে। এবার কেভিড-১৯ সংক্রান্ত ভুল তথ্য দেওয়ায় তোপের মুখে পড়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার।

করোনা নিয়ে প্রথম থেকেই খুব অন্য রকম আচরণ করেছেন ট্রাম্প। এ বার ফেসবুক-পোস্টেও তার ছাপ রাখলেন তিনি। মঙ্গলবার ট্রাম্প তার ফেসবুক পোস্টে লিখেছেন, কোভিড-১৯ স্রেফ একটা জ্বর!

আর এ দেখে ট্রাম্পের ওপর প্রচণ্ড বিরক্ত হয়েছে ফেসবুক । চোখে পড়তেই তারা অবশ্য পোস্টটি সরিয়ে ফেলেছে। কিন্তু তার আগেই সেটি প্রায় ছাব্বিশ হাজারবার ‘শেয়ার’ হয়ে যায়! ফেসবুকের পক্ষে রয়টার্সের এক সাংবাদিককে জানানো হয়েছে, তারা কোভিড-সংক্রান্ত যে কোনও ভুল তথ্য সরিয়ে দেয়।

এর আগে ফেসবুক যে কখনও এমন করেনি, তা নয়। প্রায়শই তারা বিভিন্ন রাজনৈতিক নেতার ভুল-ভাল তথ্য সপাটে সরিয়ে দিয়েছে। এনেছে অভিযোগও। কিন্তু তারা আর মার্কিন প্রেসিডেন্ট তো আর এক নন। কিন্তু ফেসবুক দেখাল সত্যের খাতিরে তাদের কাছে কোনও প্রভাবশালী নেতাও যা, মার্কিন প্রেসিডেন্টও তা।

একই ঘটনা ঘটেছে টুইটারের ক্ষেত্রেও। সেখানেও তারা রি-টুইট করে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়েছে যে, তারা কোভিড-১৯ সংক্রান্ত ক্ষতিকর বা বিভ্রান্তিকর কোনও তথ্য একেবারেই বরদাস্ত করবে না। সূত্র: জি-নিউজ