Home আন্তর্জাতিক কংগ্রেসের অনুমতি ছাড়া ইউক্রেনকে অস্ত্র দিতে পারবে না যুক্তরাষ্ট্র

কংগ্রেসের অনুমতি ছাড়া ইউক্রেনকে অস্ত্র দিতে পারবে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার একটি ব্রিফিংয়ে বলেছেন, কংগ্রেস সম্পূরক তহবিলের বরাদ্দ অনুমোদন না করা পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইউক্রেনকে তার গুদাম থেকে অস্ত্র সরবরাহ করতে পারবে না।

‘আমাদের আর কোন পুনঃপূরণ তহবিল নেই,’ তিনি বলেন। যোগ করেন যে, তিনি নতুন ক্ষমতার পরিপ্রেক্ষিতে কোনো নতুন পিডিএ (প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি) ঘোষণার প্রত্যাশা করছেন না। ‘যে কারণে, আপনারা জানেন, আমরা কংগ্রেসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’

হোয়াইট হাউস অক্টোবরে কংগ্রেসে ২০২৪ অর্থবছরের জন্য একটি সম্পূরক অনুসন্ধানের অনুরোধ পেশ করেছে, যা ১ অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল, প্রাথমিকভাবে ইসরাইল এবং ইউক্রেনকে সহায়তা করার জন্য, তবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন এবং রাশিয়াকে প্রতিহত করাও এর লক্ষ্য। মোট, বাইডেনের নেতৃত্বে ডেমোক্র্যাটদের নির্বাহী শাখা এ উদ্দেশ্যে প্রায় ১০৬ বিলিয়ন ডলার রাখতে চায়।

অনুরোধ এবং বিকল্প বিলের ভবিষ্যত অস্পষ্ট রয়ে গেছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটের বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য সম্প্রতি কিয়েভকে অব্যাহত আর্থিক সহায়তার বিরুদ্ধে কথা বলেছেন। হাউস স্পিকার মাইক জনসন বারবার বলেছেন যে, তিনি ইউক্রেনকে আরও সহায়তা দেয়ার আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে নিয়ন্ত্রণ কঠোর করার শর্ত দিতে চান। সিনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল একই কথা বলেছেন। সূত্র: তাস।

Exit mobile version