স্পোর্টস ডেস্ক : আইপিএলের পঞ্চম দিনে আজ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুখোমুখি হতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে।

আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত ২৫ বারের মুখোমুখিতে ১৯ বার জিতেছে মুম্বাই। কেকেআরের জয় ৬টি।

যে কারণে চোখ বন্ধ করেই এই ম্যাচে রোহিত শর্মার মুম্বাইকে ফেবারিট মানছে ক্রিকেটবোদ্ধারা।

তবে এবার মুম্বাই বধে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিক। ওপেনিংয়েই দেখাতে চান সেই চমক।

দিনেশ কার্তিক জানিয়েছেন, বরাবরের মতো ওপেনিংয়ে ক্যারিবীয় স্পিনার সুনীল নারিনের সঙ্গে আজ জুটিবদ্ধ হবেন ভারতের উদীয়মান ব্যাটসম্যান শুভমান গিল।

শুভমান গিলের স্কিল বিষয়ে সেভাবে জানাশোনা নেই মুম্বাইয়ের বুমরাহ ও বোল্টদের।

যে কারণে এই অভিজ্ঞ ও নবাগতর মিশ্রণে গড়া জুটিতে সাফল্যের স্বপ্ন দেখছেন কার্তিক।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কেকেআর অধিনায়ক বলেছেন, ‘নারিন-শুভমানের ওপেনিং জুটি সত্যি অভিনব হতে যাচ্ছে। ওরাই এবার আমাদের ওপেনার। আমি নিজে ওদের ওপেনিং জুটি নিয়ে বেশ রোমাঞ্চিত।’

এদিকে আজ কেকেআর আজ দুই স্পিনার খেলাতে পারে। কারণ আইপিএলের প্রথম ম্যাচে আবুধাবির এই পিচে স্পিনাররা বেশ সাহায্য পেয়েছেন। চেন্নাই সুপার কিংসের পিযুষ চাওলা ও রবীন্দ্র জাজেজা মাঝের ওভারগুলোয় দারুণ বল করেছেন। সেই দিকটি মাথায় রেখেই স্পিনারদের ওপর ভরসা করছেন কার্তিক।

কেননা রোহিত শর্মা ও কুইন্টন ডি’ককের আগ্রাসী ওপেনিং জুটির বিরুদ্ধে লড়তে হবে তাদের। মাঝের ওভারে কায়রন পোলার্ডের তাণ্ডবের হাত থেকেও বাঁচতে হবে।

এদিকে দলের অন্যতম ব্যাটসম্যান প্যাট কামিন্সের ওপর বেশ ভরসা করে রেখেছেন নাইটদের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

তার বিশ্বাস, ‘আবুধাবির পিচ ও পরিবেশ অনেকটা কলকাতার ইডেন গার্ডেনের মতো। উইকেটে হাল্কা ঘাস রয়েছে। এই পিচে কিন্তু ফারাক গড়ে দিতে পারে প্যাট কামিন্স।’

দলে অধিনায়ক কার্তিকের সঙ্গে আরও রয়েছেন, অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তবে সবার ধারণা কেকেআরে তুরুপের তাস হতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান।

মোটামুটি ব্যাটিং-বোলিং দুই শিবিরেই বেশ শক্তিশালী এবারের কেকেআর।