অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আগাম ভোট দিয়েছেন এক কোটির বেশি ভোটার । সোমবার রাত পর্যন্ত ভোট পড়েছে এক কোটি চার লাখ। খবর রয়টার্সের।

পার্সটুডের খবরে বলা হয়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রদত্ত আগাম ভোটের প্রবণতার তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ২০১৬ সালের একই সময়ের সঙ্গে তুলনা করে দেখা গেছে, এবার ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে। ডাকযোগেও আগাম ভোট চলছে যুক্তরাষ্ট্রে।

খবরে আরও বলা হয়, মহামারি করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ব্যাপক মৃত্যুর মধ্যেও ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি সবাইকে অবাক করে দিয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া আগাম ভোটে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা গেছে।

এনবিসি নিউজ জানায়, অঙ্গরাজ্যের ম্যারিয়াটার কোব কাউন্টির প্রধান ভোটকেন্দ্রে এভারলিন রুদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভোট দিতে সক্ষম হন। সারা দিনে তিনি সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করতে থাকেন।