বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান। কণ্ঠের জাদুতে নিজ দেশ পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন তিনি। জনপ্রিয় তারকাদের নামে বিভিন্ন স্থাপনা অনেক দেশেই দেখা যায়। এবার এই বলি গায়কের নামে রাস্তার নাম করণ করা হয়েছে। তাতে বেশ উচ্ছ্বাসিত তিনি।

সোমবার (২৯ আগস্ট) পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্যা ডনের অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, কানাডার মার্কহাম শহরে এ আর রহমানের নামে রাস্তার নামকরণ করা হয়েছে।

এর আগে এক টুইট বার্তায় নিজের নামে কানাডায় একটি রাস্তার নামকরণের বিষয়টি নিশ্চিত করেন এ আর রহমান। তার প্রতি এই ভালোবাসা প্রকাশের জন্য কর্তৃপক্ষ এবং দেশবাসয়ীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ আর রহমান লিখেছেন, মার্কহাম সিটি এবং ফ্রাঙ্ক স্কারপিটি এবং কানাডার মানুষের কাছ থেকে সম্মাননার এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞ।

তিনি পোস্ট করা নোটে লিখেছেন, আমার আমার জয়ীবনে কখনো এটা কল্পনাও করিনি। কানডারার মার্কহামের মেয়র (ফ্রাঙ্ক স্কারপিটি) এবং কাউন্সিলর, ভারতীয় কনস্যুলেট জেনারেল (অপূর্ব শ্রীবাস্তব) এবং কানাডার মানুষের এই ভালোবাসার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ।

এই গায়ক আরও লিখেছেন, তার নামে একটি রাস্তার নামকরণের সম্মান তাকে আরও দায়িত্বশীল বোধ করে এবং তার কাজ চালিয়ে যাওয়ার ও অবসর না নেয়ার জন্য তার মধ্যে আরও শক্তি সঞ্চারিত করে।