গত শনিবার, ১১ই মার্চ টরন্টোর কেনেডী কনভেনশন সেন্টারে বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের কানাডা প্রবাসী গ্রেজুয়েটদের সংগঠন আবাকান জাঁকজমকপূর্ণভাবে তাদের পরিবারের সদস্যদের নিয়ে “আবাকান ফ্যামিলি নাইট ২০২৩” সম্পন্ন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্কারবোরো সাউথ-ওয়েস্ট থেকে নির্বাচিত এমপিপি ও অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের অফিসিয়াল অপজিশন ডেপুটি লিডার ডলি বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাকানের সভাপতি ডঃ শরীফ আসাদুজামান মিলু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাশমত আরা চৌধুরী (জুঁই)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ব্যারিস্টার রিজুয়ান রহমান এবং এগ্রি ফুড কানাডা ও কেএফসি হালাল মিট এর প্রতিষ্ঠাতা ও সিইও কৃষিবিদ ইকবাল হোসেন।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডঃ মাহবুব রেজা, সাবেক সভাপতি ডঃ আব্দুল আউয়াল, ডঃ মোহাম্মদ আলি ও গোলাম মোস্তফা।

শত শত কৃষিবিদ ও তাদের পরিবারের সদস্যের মাঝে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি – সামসুল কবির ও কামাল মোস্তফা হিমু, সাবেক সাবেক সাধারণ সম্পাদক- ফায়েজুল করিম, মোহাম্মদ আবুল বাশার, ডঃ শামসুন নাহার খানম (শিরীন) ও গোলাম কিবরিয়া।

কৃষিবিদ, তাদের স্ত্রী ও সন্তানদের অংশগ্রহণের অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক সোমা চৌধুরী ও শুভ্রা সাহা।

এই সুন্দর অনুষ্ঠানে আবাকান কার্যকরি কমিটি (২০২১-২০২৩) এর সকল সদস্যদের উপস্থিত দর্শক ও অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভাপতি- ডঃ শরীফ মোহাম্মদ আসাদুজ্জামান মিলু, সহ-সভাপতি- ডঃ প্রশান্ত সরদার, সাধারণ সম্পাদক- আমি হাশমত আরা চোধুরী (জুঁই), সহ-সাধারণ সম্পাদক- জাকারিয়া মোহাম্মদ মঈন উদ্দিন (জুয়েল), কোষাধ্যক্ষ – ফরিদ আহমেদ, প্রকাশনা এবং যোগাযোগ সম্পাদক- ডঃ মোঃ জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক- সোমা চৌধুরী, সদস্যবৃন্দ-জাহানারা খানম (চিনু), শাহেদা আজামী (আরজু) মো আজিজুর রহমান রিপন ও কাজী জাকির আহসান।

মিউজিকে জাহিদ ভাই, তবলায় রাজিব ও সাউন্ড সিস্টেমে জিয়াউল ভুঁইয়া (রিংকু) সাংস্কৃতিক অনুষ্ঠানকে অনবদ্য করে তুলেন।
আবাকানের পক্ষ থেকে স্পন্সরশীপের জন্য রাজনীতিবিদ ব্যারিস্টার রিজুয়ান রহমান, এগ্রিফুড কানাডার সিইও কৃষিবিদ ইকবাল হোসেন, ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ, গোলাম মোস্তফা, মাহবুব আলম, মোঃ সামসুজ্জোহা, সৌমেন সাহা, রিয়েল্টর-কৃষিবিদ ডঃ মোঃ আলি, প্রনবেশ পোদ্দার, সুমন সাইয়েদ, মাহবুব আলম, এএসএম মোস্তাক এবং সিপিএ কৃষিবিদ গৌতম সরকার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।