স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের এই আসর শুরু হয়েছে ভারতের কাছে হেরে। আগামী শুক্রবার টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে তারা খেলবে আইসিসির সহযোগী দেশ হংকংয়ের বিপক্ষে। কোনও অঘটন না ঘটলে সুপার ফোরে উঠবে তারা। এমনকি বাবর আজমরা চ্যাম্পিয়ন হবে বিশ্বাস সাবেক পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খান।
গত বছর অক্টোবরে যে কোনও ফরম্যাটের বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়ে যে আত্মবিশ্বাস অর্জন করেছিল পাকিস্তান, সেটাই তাদের এগিয়ে রাখছে মনে করেন মঈন। ভারত যে পাকিস্তানের কাছে বড় দল, সেই প্রচলিত ধারণা মুছে গেছে। তার মতে, আগ্রাসী মনোভাব নিয়ে ও একতাবদ্ধ হয়ে খেললে মহাদেশীয় কাপ জিততে পারবে পাকিস্তান।
মঈন বলেছেন, ‘একটা ধারণা প্রচলতি ছিল যে ভারত আমাদের জন্য বড় দল এবং আমরা তাদের হারাতে পারি না, সেটা ভেঙে গেছে। তারা অনেক পরিবর্তন এনেছে এবং তাদের দল ওতটা শক্তিশালী নয়। আমরা যদি আগ্রাসী মানসিকতায় ও একতাবদ্ধ হয়ে খেলি তাহলে টুর্নামেন্ট জেতার সব যোগ্যতা আমাদের আছে।’