Home আন্তর্জাতিক এরদোয়ানকে ধন্যবাদ জানালেন আজারবাইনের ফার্স্ট লেডি

এরদোয়ানকে ধন্যবাদ জানালেন আজারবাইনের ফার্স্ট লেডি

অনলাইন ডেস্ক : আর্মেনিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে আজারবাইজানের পক্ষে সমর্থন ও সংহতি প্রকাশ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান ও দেশটির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আজারবাইজানের ভাইস প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা।

ফার্স্ট লেডি আলিয়েভা এক ফেসবুক পোস্টে বলেন, প্রথমত, আমি তুরস্কের ভ্রাতৃ সম্প্রদায়ের জনগণ এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানকে গভীর কৃতজ্ঞতা জানাই। তাদের সংহতি ও সমর্থন আজ প্রতিটি আজারবাইজানির মধ্যে গর্বের অনুভূতি জাগিয়ে তোলে।

বুধবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলেভিও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

তুরস্ক ইতোমধ্যে আজারবাইজানের পক্ষে সমর্থন জানিয়েছে।

Exit mobile version