Home আন্তর্জাতিক এরদোগানের জয়ে শেয়ারবাজার চাঙা

এরদোগানের জয়ে শেয়ারবাজার চাঙা

অনলাইন ডেস্ক : রিসেফ তাইয়েপ এরদোগান পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লিরার মানে ব্যাপক দরপতন হয়েছে। এর ফলে তুরস্কের অথনৈতিক ভবিষ্যত নিয়ে শক্তা তৈরি হয়েছে। খবর আল জাজিরা

রান-অফ নির্বাচনের ফলাফলের পর সোমবার তুরস্কের মুদ্রার মান ডলারের বিপরীতে সবচেয়ে কম ছিল।

তবে মুদ্রার মানের অধপতন হলেও শেয়ারবাজারের চিত্র ছিল পুরো উল্টো। এদিন তুরস্কের শেয়ারবাজারে শেয়ারের মূল্য ৩.৫ শতাংশ বৃদ্ধি পায়।

দেশটিতে এমন এক সময় লিরার মানের অধপতন হলো যখন জীবনযাত্রারমান অনেক বৃদ্ধি পেয়েছে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভেও সংকট রয়েছে।

দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণায় এরদোগান মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া দেশটিতে অর্থনৈতিক যে সংকট চলছে তা থেকে দেশটির নাগরিকদের মুক্তি দেওয়ারও প্রতিশ্রুতি দেন। রোববার ভোট দেওয়ার পরও তিনি একই বক্তব্য প্রদান করেন। তবে দেশটির অর্থনীতিবিদরা ভিন্ন কথা বলছেন। তাদের মতে তুরস্কে অর্থনৈতিক সংকটা আরো ঘনীভূত হবে।

তুরস্কে চলা অর্থনৈতিক সংকট এবং ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের কারণে এ নির্বাচনে জেতা এরদোগানের জন্য ছিল ধরনের চ্যালেঞ্জ। তবে সবকিছু ছাপিয়ে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন।

Exit mobile version