স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করেছিলেন আনসু ফাতিকে। যদিও দু’জনের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছে ভিন্ন সময়ে। বয়সের পার্থক্যও রয়েছে। ফাতির সঙ্গে তুলনা করাতেই কি তেতে উঠলেন এমবাপ্পে? বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড কাজাখস্তানের জালে দিয়েছেন ৪ গোল। বিশ্বকাপ বাছাইপর্বে কাজাখস্তানকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। নিশ্চিত করেছে ২০২২ কাতার বিশ্বকাপে খেলা। কাতারের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম। র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা বেলজিয়াম ৩-১ গোলে জিতেছে এস্তোনিয়ার বিপক্ষে।
শক্তিমত্তা কিংবা ফুটবল সংস্কৃতি সবকিছুতেই কাজাখস্তানের চেয়ে ঢের এগিয়ে ফ্রান্সঅ।
মাঠের ফুটবলে ব্যবধানটা স্পষ্ট। ১২৫ নম্বরে থাকা কাজাখস্তানকে দাঁড়াতেই দেয়নি বিশ্বচ্যাম্পিয়নরা। প্যারিসে ৪ গোল করে ৬৩ বছর আগের রেকর্ড ছুঁয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের জার্সিতে শেষবার চার গোল করার রেকর্ড জুস্ত ফঁতেইনের। ১৯৫৮ সালের জুনে পশ্চিম জার্মানির বিপক্ষে ৪ গোল করেছিলেন তিনি। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেন আঁতোয়ান গ্রিজমান ও আদ্রিওঁ রাবিও।
ফ্রান্সের মতো এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়াম। শক্তিতে পিছিয়ে থাকা এস্তোনিয়ার বিপক্ষে অনেক গোলের সুযোগ তৈরি করে রবার্তো মার্তিনেজের দল। তবে অত বেশি গোলের দেখা পায়নি বেলজিয়াম। একটি করে গোল করেন ক্রিস্তিয়ান বেনতেক, ইয়ানিক কারাসকো ও থরগান হ্যাজার্ড। এস্তোনিয়ার ব্যবধান কমানো গোলটি করেন এরিক সোর্গা।
‘ই’ গ্রুপের আরেক ম্যাচে বেলারুশকে ৫-১ গোলে উড়িয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ওয়েলস। ১১ পয়েন্ট নিয়ে তিনে চেক প্রজাতন্ত্র। এই দুই দলেরই টিকে আছে প্লে-অফের সম্ভাবনা।