অনলাইন ডেস্ক : কিলিয়ান এমবাপেকে আগামী গ্রীষ্মেই দলে ভেড়াতে রাজি করিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ, এ কথা হয়তো এতক্ষণে জেনে গিয়েছেন আপনি। তবে এখন বেরিয়ে আসছে স্পেনের রাজধানীতে এমবাপের আয়ের ফিরিস্তিও। শোনা যাচ্ছে এমবাপেকে লিওনেল মেসির চেয়েও বেশি বেতন দেবে রিয়াল মাদ্রিদ!

গেল গ্রীষ্মকালীন দলবদলে আনুষ্ঠানিকভাবে দুই দফা তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। প্রথমবার ১৬০০ কোটি টাকার প্রস্তাব পিএসজিকে দিয়েছিল রিয়াল, যা ফরাসি পরাশক্তিরা প্রত্যাখ্যান করেছে। এরপর ১৭০০ কোটি টাকার একটা প্রস্তাবও নাকচ করে দিয়েছিল প্যারিসিয়ানরা। গুঞ্জন আছে এরপর ২০০০ কোটি টাকার একটা প্রস্তাবও রেখেছিল রিয়াল, তাতেও মেলেনি সাড়া। যদিও শেষবারের এই প্রস্তাব নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই।

চলতি মৌসুম শেষেই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে পিএসজির সঙ্গে। এরপরই মরিসিও পচেত্তিনোর পিএসজি ছেড়ে ২৩ বছর বয়সী তারকা ফরোয়ার্ড পাড়ি জমাবেন রিয়াল মাদ্রিদে, জানিয়েছে জার্মান পত্রিকা বিল্ড। সেখানে বলা হয়েছে, ফরাসি এই ফরোয়ার্ডকে পাঁচ বছরের জন্য দলে ভেড়াবে রিয়াল মাদ্রিদ। প্রতি মৌসুমে তার বেতনই হবে ৫০০ কোটি টাকা। পাঁচ মৌসুমে তার বেতন হবে ২৫০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ। উল্লেখ্য, এ শুধুই বেতন বাবদ, বিভিন্ন বোনাসের হিসেব তো আছেই। সব মিলিয়ে টাকার অঙ্কটা ছাড়িয়ে যেতে পারে ৩৫০০ কোটি টাকাও, গুঞ্জন ইউরোপীয় সংবাদ মাধ্যমে।

এমন অর্থ লিওনেল মেসিও আয় করেন না পিএসজি থেকে। ফরাসি পরাশক্তিরা তাকে দলে ভিড়িয়েছে প্রতি মৌসুমে ৩০০ কোটি টাকার কিছু বেশি বেতনে। বিভিন্ন বোনাসসহ তার আয়টা ৪০০ কোটির কাছাকাছি বলে ধারণা ফরাসি সংবাদ মাধ্যমের। আর দ্বিতীয় মৌসুমে তার বেতন ১০০ কোটি টাকা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে ফরাসিদের চুক্তিটা আপাতত দুই মৌসুমের, এরপর চাইলে এক মৌসুম বাড়ানোর সুযোগও আছে চুক্তিতে। তবে মেসি যদি দুই বছর পরই পিএসজি ছাড়তে চান, তাহলে ৭০০ কোটি টাকার কিছু বেশি অর্থ আয় করে ক্লাবটি ছাড়বেন আর্জেন্টাইন মহাতারকা। বিল্ডের প্রতিবেদন ঠিক হলে এমবাপে দুই মৌসুমে আয় করবেন মেসি থেকে ঢের বেশি। টাকার অঙ্কে প্রায় ৩০০ কোটি টাকার মতো।

এমবাপে অবশ্য আগেই বলে দিয়েছেন, চুক্তির শেষ বছরে পিএসজিকে জেতাতে সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে সর্বোচ্চ চেষ্টাটাই করবেন তিনি। বলেছিলেন, ‘জানুয়ারিতেই রিয়ালে যাচ্ছি না। অন্তত জানুয়ারিতে সেটা হচ্ছে না। আমি পিএসজির সঙ্গে আছি। আমি এখানে সুখী আছি, আর আমি এই মৌসুমটা পিএসজি খেলোয়াড় হিসেবেই শেষ করব, সেটা শতভাগ নিশ্চিত। পিএসজিকে সব শিরোপা জেতাতে আমি সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে হলেও চেষ্টা করব।’