অনলাইন ডেস্ক : রাজনীতিকে প্রাধান্য দিতে ব্যক্তিগত জীবনে বিশেষ সময় দিতে পারেননি। এ নিয়ে আক্ষেপ ছিল অনেক। সেই কারণ দেখিয়েই নিউজিল্য়ান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জাসিন্ডা আর্ডেন। নিজের ইচ্ছাতেই রাজনীতি থেকে অবসর নিলেও অন্য় নারীরা যেন মাতৃত্বকে তাদের নেতৃত্বমূলক পদে বাধা হয়ে দাঁড়াতে না দেন, তার আর্জিই জানালেন জাসিন্ডা। বুধবার ওয়েলিংটনে সংসদে নিজের বিদায় সম্ভাষণে তিনি বলেন, ‘আমি এ কথা জেনেই বিদায় নিচ্ছি যে আমি নিজের চোখে সেরা মা। আপনি সেরা মা হতে পারেন এবং তারপরও এখানে দাঁড়িয়ে থাকতে পারেন।’

মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কঠোর নেতৃত্ব ও জনদরদী সিদ্ধান্তের জন্যই জনপ্রিয় ছিলেন জাসিন্ডা আর্ডেন। বিগত পাঁচ বছরে, সন্ত্রাসবাদী হামলা থেকে শুরু করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, করোনা সংক্রমণ- কঠিন সময়ে নানা প্রতিবন্ধকতার মধ্যেও দেশকে যেভাবে তিনি পরিচালন করেছিলেন, তাও প্রশংসা কুড়িয়েছিল গোটা বিশ্বের কাছে। তবে সকলকে চমকে দিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে তিনি ঘোষণা করেন, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। চলতি বছরের শেষভাগেই নিউজিল্য়ান্ডে রয়েছে সাধারণ নির্বাচন। তার আগেই প্রধানমন্ত্রীর ইস্তফার সিদ্ধান্ত আলোড়ন ফেলে দিয়েছিল। তবে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়ার কারণ হিসাবে জাসিন্ডা জানিয়েছিলেন, ব্য়ক্তিগত কারণেই তিনি রাজনীতির জীবন থেকে অবসর নিচ্ছেন। পরিবারকে সময় দিতে চান এবার।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের সংসদে জাসিন্ডা বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের দেশকে শোকের মূহুর্তে দেখে আমি উপলব্ধি করেছি যে আমরা শোক কাটিয়ে উঠতে পারি না, বরং তা আমাদের মনের এককোণায় থেকে যায়। তবে আমাদের জীবনে এই মুহূর্তগুলিকে কীভাবে মনে রাখা থাকবে তা নির্ভর করে আমরা কীভাবে ওই মুহূর্তগুলির মুখোমুখি হচ্ছি এবং তার মোকাবিলা করছি।’

২০১৮ সালে প্রধানমন্ত্রী থাকাকালীনই মা হন জাসিন্ডা। সংসদে বক্তব্য় রাখার মাঝেই সন্তানকে স্তন্য়পান করিয়ে দীর্ঘদিন চর্চায় ছিলেন তিনি। সংসদে নিজের বিদায় সম্ভাষণে নিজের গর্ভাবস্থার কথাও তুলে ধরেন। তিনি জানান, ৩৭ বছর বয়সে তার সন্তানধারণের ক্ষেত্রে একাধিক বিষয় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। এরমধ্যে অন্যতম হল উদ্বেগ বা স্ট্রেস। তিনি বলেন, ‘যখন লেবার পার্টির নেতা হয়েছিলাম, ঠিক তারপরই ব্য়র্থ আইভিএফের অভিজ্ঞতা হয়েছিল। আমি ভেবেছিলাম যে আমি এমন পথ বেছে নিয়েছি যেখানে আমি কখনও মা হতে পারব না। ভাবুন তো কয়েক মাস বাদে আমি কতটা আশ্চর্য হয়েছিলাম যখন জানতে পেরেছিলাম যে আমি গর্ভবতী।’ সূত্র: সিএনএন।