Home কানাডা খবর এবার টরন্টোতে বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ

এবার টরন্টোতে বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ

অনলাইন ডেস্ক : উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ পঞ্চমবারের মতো ‘বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ’-এর আয়োজন করছে কানাডার টরন্টো শহরে। টরন্টোর জাপানিজ-কানাডিয়ান কালচারাল সেন্টারে, সেপ্টেম্বরের ২ ও ৩ তারিখ (শনি ও রবিবার), ২০২৩-এ অনুষ্ঠিতব্য এই সমাবেশটির স্থানীয় আয়োজকের দায়িত্ব নিয়েছে টরন্টোভিত্তিক শিল্প-সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম ‘পাঠশালা।’ পাঠশালার কর্ণধার টরন্টোবাসী অনুবাদক-সংগঠক-শিল্পী ফারহানা আজিম শিউলী পঞ্চম সমাবেশের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক সীমানা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আজ বাঙালিরা। অনাবাসী বাঙালি লেখক ও সাহিত্যামোদীদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে বছর পাঁচেক আগে যুক্তরাষ্ট্রে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ গঠিত হয় বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু ও জ্যোতিপ্রকাশ দত্ত’র উদ্যোগে। এই সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে প্রতি বছর অনুষ্ঠিত বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অন্যতম। প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। অতিমারির কারণে পরবর্তী দুটি সমাবেশ অনলাইনে অনুষ্ঠিত হয়। চতুর্থ সমাবেশটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্ট শহরে, ২০২২ এর সেপ্টেম্বরে। পঞ্চম সমাবেশ হবে টরন্টোতে। এ সমাবেশ উপলক্ষ্যে প্রকাশিত হবে প্রতিবারের মতো অনাবাসী লেখকদের লেখা নিয়ে সাহিত্য সংকলন “হৃদবাংলা।” সমাবেশ উপলক্ষ্যে বিজ্ঞাপন সহ একটি চাররঙা সুভ্যেনিরও প্রকাশিত হবে।

টরন্টোর পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে আপনাদের আমন্ত্রণ।
নিবন্ধন (Registration) লিঙ্ক: http://nabls.org/regn2023/
হোটেল বুকিং লিঙ্ক: https://www.torontodonvalleyhotel.com/
(ডিস্কাউন্ট কোড “SMERF”)
অনুদান (Donation): pathshalatoronto@gmail.com
(পাঠশালার পে-পল অ্যাকাউন্টে)
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ: pathshalatoronto@gmail.com

Exit mobile version