বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন শাবনূর। ক্যারিয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তার পরপরই বেছে নিয়েছেন প্রবাসজীবন। বিরতি টেনেছেন কাজে। এরপর ভক্তদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন এই অভিনেত্রী। তবে এবার আর দূরে নয়, ভক্তদের কাছাকাছি থাকতে চান শাবনূর।

সেই দূরত্ব কমাতে এবার ইউটিউবার হিসেবে আসছেন এই তারকা। গতকাল এক ভিডিওবার্তায় সে কথাই জানালেন শাবনূর। শুধু ইউটিউবেই নয়, এখন থেকে ইনস্টগ্রাম ও ফেসবুকেও পাওয়া যাবে এই অভিনেত্রীকে।

শাবনূর জানান, শুধু তিনিই নন, তার সঙ্গে কাজ করবে তিনজন খুদে ইউটিউবার। তাদের মধ্যে আছে তার ছেলে আইজানও।

ভিডিওবার্তায় এই চিত্রনায়িকা বলেন, ‘বন্ধুরা তোমাদের সঙ্গে থাকতে চাই, পাশে থাকতে চাই। ভালোবাসা পেতে চাই। এবং আমার একটা ছোট্ট কথা আছে। আমাদের ছোট্ট ছোট্ট টিমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।’

এরপরই তিনজন খুদে ইউটিউবার তাদের পরিচিতি নিয়ে আসে। বাকি দুজনের নাম ইহান ও ইনাইয়া।

শাবনূর জানান, তার জীবনের ডায়েরি খুব শিগগিরই ইউটিউবে আপলোড হবে। পাশাপাশি ভক্তদের জন্য থাকছে মজার ও রুচিশীল কনটেন্টও।

এদিকে, শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগল মানুষ’। এটি মুক্তি পায় ২০১৫ সালে। এটি অসমাপ্ত রেখে এর পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের জনপ্রিয় এই নায়িকাকে।