অনলাইন ডেস্ক : গৃহস্থালি থেকে শুরু করে মহাকাশ সবখানেই রোবট তার অস্তিস্ত্বের জানান দিয়েছে। দখল করে নিয়েছে মানুষের অনেক কাজের স্থান।
এখন ভবিষ্যতই বলে দিবে মানুষের পুরোপুরি কাজের স্থান রোবট দখল করবে কি না? তবে এবার আদালত পাড়ায় রোবট তার অস্তিস্ত্বের জানান দিলো।
সব ঠিক থাকলে চলতি মাসেই আমেরিকার আদালতে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ‘রোবট আইনজীবী’র।
তবে আপনি যেমনটা ভাবছেন, রোবট উকিলের পোশাক পড়ে আদালতে এসে তার কার্যক্রম চালাবে, বিষয়টি এমন নয় বরং আইনজীবীর কাজ চালাবে ‘ডুনটপে’ নামে একটি অ্যাপ, যা থাকবে মক্কেলের স্মার্টফোনে।
ডুনটপে’র সিইও কম্পিউটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার বলেন, মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করা হয়েছে।
নিউ সায়েন্টিস্টের বরাতে জানা গেছে, অ্যাপটি মামলার শুনানির সময় তার মক্কেলের স্মার্টফোনে থাকবে। ওই ফোনের মাধ্যমেই শুনানির সময়কার প্রশ্নোত্তর শুনে মক্কেলকে যথাযথ আইনি পরামর্শ দেবে সেটি।
তবে আমেরিকায় কোন কোর্টে কোন ধরনের মামলা লড়বে তা এখনো পরিষ্কার করেনি নির্মাতা সংস্থা।