Home আন্তর্জাতিক এক বানর কাণ্ডে পুরো শ্রীলঙ্কা অন্ধকারে

এক বানর কাণ্ডে পুরো শ্রীলঙ্কা অন্ধকারে

অনলাইন ডেস্ক : একটি বানরের কারণে পুরো শ্রীলঙ্কা বিদ্যুৎহীন হয়েছে। শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোদি এই অভিযোগ করেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে ধীরে ধীরে পুরো দেশে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, সবকিছু স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেডিকেল স্থাপনা ও পানি পরিশোধন কেন্দ্রগুলোতে যেন আগে বিদ্যুৎ ফিরে তাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতির জন্য শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোদি এক বানরকে দায়ী করেছেন। তিনি বলেছেন, একটি বানর আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে। এতে করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে।

সিলন বিদ্যুৎ বোর্ড (সিইবি) জানিয়েছে, কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। তবে এর বেশিকিছু বলা হয়নি।

সিইবি’র পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব দ্বীপজুড়ে বিদ্যুৎ বিভ্রাট পুনরুদ্ধারের সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।

Exit mobile version