অনলাইন ডেস্ক : এক দিনের জন্য ঢাকায় সুইডেনের দূতাবাসের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি তরুণী রুনা। আজ সোমবার সুইডেন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডের অফিশিয়াল ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে আজ সোমবার এমন বার্তা পোস্ট করেন বাংলাদেশি রুনা। হ্যাশট্যাগ ছিল মেয়েদের প্রযুক্তি জ্ঞান বাড়ানো ও স্বপ্নকে আকাশ সমান প্রসারিত করার আহ্বান এবং এ বছরের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।
রাজধানীর ধলপুরে শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করা কমিউনিটি স্বেচ্ছাসেবক দলের সদস্য রুনা। তিনি কমিউনিটির শিশুদের শিক্ষা এবং কিশোরী ও যুব নারীদের অধিকার নিশ্চিতের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও কাজ করেন। আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে রুনাকে একদিনের জন্য প্রতীকী রাষ্ট্রদূত নিযুক্ত করে সুইডেনের দূতাবাস।
রুনা বলেন, ‘আমি আজকের জন্য বাংলাদেশে সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত। এই দায়িত্ব পেয়ে আমি আত্মবিশ্বাস পাচ্ছি, আমিও নেতা হতে পারি।’ এক দিনের জন্য রাষ্ট্রদূত হওয়া বাংলাদেশি তরুণী রুনা বলেন, ‘নেতৃত্বের মাধ্যমে আমার মতো অন্য মেয়েদের সুযোগ বৃদ্ধিতে, বিশেষ করে ডিজিটাল নিয়ে জানাশোনা বাড়ানোর ক্ষেত্রে প্রভাব রাখতে পারি।’
সুইডেনের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এই পদ গ্রহণ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটির ‘গার্লস টেকওভার’ নামক এক বিশেষ বৈশ্বিক কর্মসূচির অংশ।