অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে সফর করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এক ভোজসভায় অংশ নেন। এ সময় দুই দেশের প্রধানগণ একে অপরের হাতে কিছু মূল্যবান উপহার সামগ্রি তুলে দেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময় মোদির দেওয়া উপহারের তালিকার মধ্যে ছিল কলকাতার স্বর্ণকারদের তৈরি রূপার গণেশ এবং প্রদীপ। এ ছাড়া জয়পুরের শিল্পীদের তৈরি কারুকাজ করা ওই চন্দনকাঠের বাক্সে ছিল যজুর্বেদের বৈখনস গৃহসূত্রম। বাইডেনের স্ত্রী জিলকে একটি সবুজ হিরে উপহার দিয়েছেন মোদি।

হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন মোদিকে ২০ শতকের হাতে লেখা একটি অ্যান্টিক বই উপহার দিয়েছেন।

এর বাইরে বাইডেন বন্যপ্রাণীর ফটো সম্বলিত একটি হার্ডকাভার বই উপহার দেন এবং সরকারি উপহার হিসেবে ফার্স্ট লেডি জিল বাইডেন ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার’ একটি বই উপহার দেন। বইটিতে রবার্ট ফ্রস্ট নিজে স্বাক্ষর করেছিলেন।

এছাড়া, বাইডেন মোদিকে একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরাও উপহার দেন। যা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান কোডাক প্রথমবারের চালানে তৈরি করেছিল। ক্যামেরাটির সঙ্গে বাইডেন মোদিকে জর্জ ইস্টম্যানের প্রথম কোডাক ক্যামেরার পেটেন্টের একটি অনুলিপিও দেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জিলকে উপহার দেওয়া সাড়ে ৭ ক্যারেটের ওই হিরেটি খনি থেকে মেলেনি। পরীক্ষাগারে সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে বানানো হয়েছে। প্রাকৃতিক হিরার সমস্ত বৈশিষ্ট্যযুক্ত এই কৃত্রিম হিরা পরিবেশ সংরক্ষণের বার্তাবাহী। হিরাটি রাখা ছিল কাশ্মীরের শিল্পীদের তৈরি প্রখ্যাত ‘কর-ই-কলমদানি’ বাক্সে। নকশা আঁকা বাক্সটি তৈরি দামি ‘প্যাপিয়ার ম্যাচ’ কাগজ দিয়ে।