Home সাহিত্য একুশ মানে

একুশ মানে

মুরশাদ সুবহানী

একুশ মানে গুচ্ছ গুচ্ছ বাংলা শব্দ মালা
একুশ মানে চেতনায় উদ্ভাসিত, উজ্জীবিত স্বাধীনতা।
একুশ মানে হৃদি রক্ত ক্ষরণে মাতৃভাষার অহংকার।
একুশ মানে শহিদ মিনারে যুগল বন্ধি লাশ
রক্তে লেখা ইতিহাস।
ফ্লোরিডা, ইউএসএ প্রবাসী

Exit mobile version