Home কানাডা খবর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরামে চলচ্চিত্র প্রদর্শিত

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরামে চলচ্চিত্র প্রদর্শিত

আরিফ হোসেন বনি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম গত ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে একুশের চলচ্চিত্রের প্রদর্শনী করে। এ উপলক্ষে বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ নির্মিত একুশের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ প্রদর্শিত হয়। মহান ভাষা আন্দোলনের সময়ের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি উপস্থিত দর্শক উপভোগ করার সাথে সাথে চলচ্চিত্রটি শৈল্পিকভাবে নির্মাণের জন্য চলচ্চিত্র নির্মাতার ভূঁয়সী প্রশংসা করেন। চলচ্চিত্র প্রদর্শনীর শেষে তৌকীর আহমেদ দর্শকদের সাথে অনলাইনে কথা বলেন এবং দর্শকদের প্রশ্নের উত্তর দেন।

চলচ্চিত্র প্রদর্শনীর পর বায়ান্ন সালের ভাষা আন্দোলনের বিষয় নিয়ে টরন্টো ফিল্ম ফোরামের সদস্যদের সাথে আড্ডা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক শিক্ষক এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী। উল্লেখ্য, ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলন প্রত্যক্ষ করেন এবং বেশ কিছু ঐতিহাসিক আলোকচিত্র তুলেন। বাংলা ভাষা নিয়ে জামিল চৌধুরী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রণয়ন করেছেন। তাঁর রচিত বাংলা ভাষার অভিধান বাংলা ভাষাকে সুষ্ঠুভাবে জানার পথ উম্মোচিত করেছে। চলচ্চিত্র প্রদর্শনীর শেষের এই আড্ডায় জামিল চৌধুরী ভাষা আন্দোলনের বিষয়টি উপস্থাপিত করার সাথে সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বেশ কয়েকটি অজানা অধ্যায়ের উপর আলোকপাত করেন।

টরন্টো ফিল্ম ফোরাম এর সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে একুশের অনুষ্ঠানটি উপস্থাপন করেন টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক সোলায়মান তালুত রবিন। একুশে ফেব্রুয়ারির সকালে টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা টরন্টোর ড্যানফোর্থস্থ ড্যান্টনিয়া পার্কে অবস্থিত শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পন করে।

Exit mobile version