রাশিদা আউয়াল
একুশ মোদের মহান মাতৃভাষা
অমর একুশে ফেব্রুয়ারি,
ভাষা শহীদের রক্তে একুশ
একুশ কি ভুলিতে পারি?
মধুর সুরে গাইছে একুশ
একুশে কাব্য জয়গান,
বাংলার হাসি কান্না একুশ
একুশে জুড়ায় প্রাণ।
রক্তে ভাসা একুশ মোদের
একুশ মুখের বুলি,
মা জননী একুশ আমার
একুশে গর্বিত বাঙালি
ভাইয়ের বুকের রক্তে একুশ
একুশ প্রাণের ভাষা,
বৌদির সিঁদুরে একুশ আঁকা
একুশ হৃদয়ে ভালোবাসা।
রক্তে রাঙ্গানো একুশ মোদের
একুশ সবুজে সুফলা,
ফাগুনের রঙে রাঙ্গাতে একুশ
একুশে বই মেলা।
একুশ লেখা হৃদয় মাঝে
একুশ মোদের অহংকার,
একুশে সাজে শহীদ মিনার
একুশে ফুলের সমাহার।