Home আন্তর্জাতিক একযোগে ৩ দেশে ইসরাইলের বোমা হামলায় নিহত অন্তত ৯৪

একযোগে ৩ দেশে ইসরাইলের বোমা হামলায় নিহত অন্তত ৯৪

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা, লেবানন ও সিরিয়ায় একযোগে ইসরাইলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৯৪ জন। এর মধ্যে গাজায় ৪৯ জন, লেবাননে ৩৮ জন এবং সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৭ জন। আলজাজিরার প্রতিবেদন থেকে সোমবার (১১ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার ইসরাইলি বাহিনী গাজা ভূখণ্ডে অন্তত ৪৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়াতে ইসরাইলি বাহিনী একটি হামলাতেই নিহত হয়েছেন ৩৬ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে হামলায় ২৩ জন নিহত হয়েছেন। আলমাত গ্রামে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে ৭ শিশুও রয়েছে।

অন্যদিকে, রবিবার সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।

 

Exit mobile version