অনলাইন ডেস্ক : প্রতিদিনই আড্ডা, খাওয়া-দাওয়ায় জমজমাট থাকে রাজধানীর বেইলি রোডের নাটক সরণী। ছুটির দিন হলে সেই ভিড় বাড়ে কয়েকগুণ। শুক্রবার (১ মার্চ) ছুটির দিনেও তার ব্যত্যয় ঘটেনি। তবে পাশেই চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিন ঘণ্টাব্যাপী আগুন কেড়ে নিয়েছে ৪৬ প্রাণ। এখনো মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছেন অনেকেই।
বেইলি রোডের এই ঘটনা নাড়া দিয়েছে দেশব্যাপী। দুর্ঘটনাটি মানুষের মনে কতটা দাগ কেটেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই তা প্রতীয়মান হয়। তাই ঘটনাটিকে কেন্দ্র করে বেইলি রোডের বেশ কয়েকটি মার্কেট ও দোকানপাট শুক্রবার (১ মার্চ) বন্ধ রাখা হয়েছে।
তবে অনেকের মনেই হয়ত দাগ কাটতে পারেনি ৪৬ মৃত্যু। নাটক সরণীতে খোলা আছে বেশকিছু দোকান। সেখানে আড্ডা দেওয়া এবং খাওয়া-দাওয়া করতে আসা লোকের সংখ্যাও কম নয়।
শুক্রবার (১ মার্চ) সকাল থেকেই খদ্দেরের আনাগোনা দেখা গেছে পুরো এলাকায়। দুপুর গড়িয়ে বিকেল হতেই খদ্দের বেড়েছে বহুগুণ। এমন রেস্টুরেন্টের মধ্যে রয়ছে সুলতান ডাইন, ক্যাফে জেলাটেরিয়াসহ বেশ কয়েকটি। সেখানে খাওয়া-দাওয়া করতে দেখা গেছে অনেককে।
সুলতান ডাইনের একজন কর্মীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের খোলা আছে। নীচতলা, দোতলা সব খোলা। বসতে পারেন।’
একই সময় ইয়োলো, মিনি শোর মতো প্রতিষ্ঠানে কেনাকাটা করতে আসা মানুষের সংখ্যাও কম নয়। একই হারে ভিড় দেখা গেছে অন্যান্য দোকানেও।