বিদ্যুৎ সরকার : সবারই একটি গোপন ভালোবাসার পাহাড় আছে। তাদের দৃঢ় বিশ্বাস একদিন সবাই তাদের ঐ ভালোবাসার পাহাড়ের চূড়ায় উঠবেই। আমারও স্বপ্ন ছিল এমন একটি পাহাড়ের পাদদেশে গিয়ে বসত করার। একদিন আমিও আমার স্বপ্ন পূরণে অবতীর্ণ হলাম। অতঃপর এক পাহাড়কে ভালোবেসে কাছে টেনে নিলাম অতি সন্তর্পনে, সযতনে। পাহাড় ও আমি একে অপরের সম্পূরক, দু’জনে দু’জনার। আমার ভোর হয় সকালের সোনা রং রোদের উষ্ণ ছোঁয়ায়। কি মিষ্টি একটু রোদ পাহাড়টার গা ছুঁয়ে ছুঁয়ে জানালার শার্শি গলে আমার চোখে মুখে, আলতো করে লেপ্টে যায়। তখন কি যে ভাল লাগে আমার। ইচ্ছে হয় সকালের এ রোদ মেখেই সারাটা দিন কাটিয়ে দেই। যদি চোখ বুজে শুয়ে থাকতে পারতাম আরো কিছুটা সময়। কিন্তু তা কি হয়! সব ইচ্ছে তো পূরন হবার নয়। থাক না কিছু ‘চাওয়া’ না পাওয়া।

ইদানীং একটু শীত পরতে শুরু করেছে। তাই ঘুম ভাংগার পরও এর কিছুটা আমেজ রয়ে যায় বৈকি! শীতের প্রারম্ভে আসন্ন শীতের বিষন্নতায় মন কিছুটা খারাপ হতে চায়, যতটুকো সম্ভব আমি নিজকে এর ছায়ামুক্ত রাখি। রাতের কুয়াশার চাদরে কাচ-কাটা হিরের আদরে একটু রোদের স্পর্শ পেয়ে কেমন চিক্ চিক্ করে উঠে। তখন সকালটা হয়ে উঠে আরো মুগ্ধতায় মনোময়। শীতের শুরুটা আমি ভীষণভাবে উপভোগ করি। প্রকৃতির সাথে সাথে মনেরও রং পরিবর্তন হতে থাকে। ঘরের সামনের ছোট্ট জলাশয়। নিথর স্বচ্ছ জলের অতলে স্পষ্ট দৃশ্যমান নুড়ি-পাথর। ইচ্ছ হয় মৃদু ঢেউ তুলে জলের গহীন থেকে হাত ভরে তুলে নেই ওদের। নানান রংগের নুড়ি-পাথর নানা রং এঁকে দেয় মনের ক্যানভাসে। সবুজে ছাওয়া পাহাড়ের উপত্যকা। ‘গাছের পাতায় রোদের ঝিকি মিকি আমায় চমকে দাও দাও দাও…’। শীত আসার সাথে সাথে গাছের পাতারা রঙ বদলায়, হলুদ, লাল, ধূসর অতঃপর ঝরে পড়ে মৃত্তিকার কোলে। এক সময় পত্রহীন বৃক্ষ দাঁড়িয়ে থাকে আরেক বসন্তের জন্য। সেটাও অন্য এক সৌন্দর্য। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপও পরিবর্তিত হতে থাকে বিভিন্ন রূপে ও গন্ধে। বিশেষ করে পাহাড় সাজে তার অপরূপ রূপে। ‘এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী…. ’। সত্যিইতো প্রকৃতির রূপ অপরূপ হয়ে উঠে তার ভৌগলিক ভিন্নতায়, জলবায়ু পরিবর্তনের কারণেই। আর সে প্রকৃতি যদি পাহাড়কে ঘিরে হয় তা হলে যে সৌন্দর্য মন্ডিত হবে সেটাই স্বাভাবিক। তাইত ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ…….।’ ও’র পছন্দ সমুদ্র। সমুদ্রের বুকে সীমাহীন সুনীল আকাশ তার হৃদয়কে আন্দোলিত করে, প্রলুব্ধ করে শীতল জলের গভীরে হারিয়ে যেতে বার বার। কিন্তু আমিতো পাহাড়ের কাছে নিবেদিত ভীষণভাবে। আমার স্বপ্ন, আমার ইচ্ছে পূরণের ঝর্নাধারা একটি আকাশ ছোঁয়া পাহাড়। আকাশ আমাকে উদারতার গল্প শোনায়, আকাশ আমাকে অসীমের সন্ধানে উব্দুদ্ধ করে। একদিন পাহাড়টা সত্যি সত্যি আকাশটাকে ছুঁবেই। এমন ভাবনা আমি মনে মনে লালন করি। আমার ইচ্ছে পূরণে আমি ভীষণ আশাবাদী ।

বিদ্যুৎ সরকার : লেখক ও আলোকচিত্রী, টরন্টো, কানাডা