বিদ্যুৎ সরকার : তুমি বললেই সব কেমন সত্যি হয়ে যায়, তুমি বললেই সব অসম্ভব সম্ভব হয়ে যায়, তুমি বললেই কেমন করে অনেক কিছুই অবলিলায় ঘটে যায়। এইতো সেদিনের কথা, লর্ডস-এ অনুষ্ঠিতব্য ভারত-ইংলেন্ড দ্বিতীয় টেষ্ট খেলা সবে মাত্র শুরু হয়েছে তুমি বলে দিলে এ খেলায় ভারতই জিতবে। কথা নেই বার্তা নেই খেলা সবে শুরু কী দেখে যে তুমি এমন দৈব বাণী উচ্চারণ করলে তুমিই জান। আমিও এর বিপক্ষে বাজি ধরে ফেললাম। বাস্ খেলা চলার ক’দিনের মধ্যেই বুঝে নিলাম ইংল্যান্ডেরই জয়ের সম্ভাবনা বেশি। এর পর এক পর্যায়ে খেলা ড্র হওয়ার সত্তর ভাগ সম্ভাবনা দেখা দিল। না, যা ভাবা হয়েছিল তা হয়নি। সবার ভাবনাকে দুমরে মুচরে অসম্ভবকে সম্ভব করতে চাইলো যে দু’জন তারাতো মূলতঃ বোলার। তাদের এ মিছে স্বপ্ন কখনো বাস্তবে রূপায়ন হবে কি? না কি স্বপ্নটা কেবলি স্বপ্ন স্বপ্ন খেলা। স্বপ্ন পূরনের অঙ্গীকার নিয়ে দু’জনে ব্যাট করলো স্টাইলিস্ট, কেতাবি কায়দায়। ওরা দু’জনে যে বোলার সেটা বেমালুম ভুলে গিয়ে কী দৃষ্টিনন্দন ব্যাট চালাচ্ছিল নির্ভিকের মতোন। একটি পুরনো ভাবনা, প্রথাগত ধারনাকে আমূল পালটিয়ে দিয়ে একটি নতুন সত্যকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হলো। হেসে-খেলে, স্বচ্ছন্দে আন- বিটেন থেকেই দু’জন দলের জন্য অর্জন করলো ৮৯ রান। যা কি না নিজ দলের জয়লাভের পথকে অনেকটাই সুগম করে তুললো।
শুধু এখানেই শেষ নয় পরবর্তীতে তাদের দু’জনের অনুপম বিধ্বংসী বোলিং-এ সুনিশ্চিত জয়ের দ্বারপ্রান্তে এনে দিল নিজ দলকে। এটা কেমন করে সম্ভব হলো? খেলার পঞ্চম দিনের সাত সকালেও তো এমনটা ভাবতে দুঃসাহস করেনি কেউই। শুধু তুমিই ভেবে ছিলে তোমার অন্তর দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছিলে ভারতের অবিস্মরণীয় জয়ের আলোক বর্তীকা। ভারত অবলিলায় জয় করে নিল বিজয় মুকুট। আর তোমার উচ্চারিত ভবিষ্যত বাণীকে করে দিল মজবুত, দৃঢ়। তুমি বললেই বনের পাখিরা গান গায়, তুমি বললেই কলি থেকে ফুল ফোটে সুরভি ছড়ায়। তুমি বললেই পূর্ব ঘোষিত আবহাওয়া বার্তা আমূল পালটিয়ে যায়। আকাশের তামাম মেঘ সরে গিয়ে সূর্যোদয়ের চমকপ্রদ আলোক সজ্জা। আলোকোজ্জ্বল এক সকালের সুখ-সম্ভাষণ – গুড মর্ণিং। তুমি কি যাদুকর ইচ্ছে হলেই যাদুর কাঠি ছোঁয়াও, না কি ভবিষ্যৎ দ্রষ্টা দু’চোখে যখন-তখন স্বপ্ন এঁকে দাও। তবুও কেন আমার ভালোবাসার খবর তুমি জানো না, তবে কেন বুঝ না তোমার মনের কতটা গভীরে আমার ভালোবাসার লাল গোলাপ কেবলি সুবাস ছড়ায়, রঙ লাগায় মনের চার দেয়ালে? এটা কি আমার প্রতি তোমার অবহেলা? না কি ভালোবাসার, ভাল লাগার লুকোচুরি খেলা?
বিদ্যুৎ সরকার : লেখক ও আলোকচিত্রী, টরন্টো, কানাডা