Home কলাম এই মেঘ এই রোদ্দুর : কষ্ট বলেই ডেকো

এই মেঘ এই রোদ্দুর : কষ্ট বলেই ডেকো

বিদ্যুৎ সরকার: তুমি আমাকে কষ্ট বলেই ডেকো। কষ্ট শব্দটার মধ্যে একটা স্মার্টনেস আছে। ইমোশনের চাইতে মোশানের গতিময়তা ঢের বেশি। আর ‘সুখ’ শব্দ খুবি শান্ত, ধির, স্থির একটি সফটনেস জড়িয়ে থাকে সর্বক্ষণ। সুখ বয়ে আনে নির্ঝঞ্জাট সুখময় জীবন। উত্থান-পতন বিহীন সাদা-সিধে যাপিত জীবন। বৈচিত্রের বড়ই অভাব। ঘাত-প্রতিঘাত ছাড়াই একই সরল রেখায় ধাবমান। কষ্টের মধ্যে একটা চেলেঞ্জ বিরাজমান প্রতিনিয়ত। জীবন যেখানে জীবন্ত, সতেজ, চঞ্চল, চলমান, টগবগে। ‘সুখের আমার অসুখ করেছে…. ’। তাইতো গানে গানে জানান দিয়ে যায় সুখের অসুখ হওয়ার ব্যাপারটি। কষ্টের কিন্তু কোন অসুখ-বিসুখ নেই নিশ্চিত। কষ্ট আমার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে সারাক্ষণ, দিবস-রজনি! কষ্ট বিহীন কেমন একাকী হয়ে যাই আমি। ভীষণ এক একাকিত্ব আমাকে পেয়ে বসে। একটি শূন্যতা আমার চতুর্দিকে এক দেয়াল নির্মাণ করে ফেলে। আমি বিষন্ন হয়ে পড়ি। আমি আশায় আশায় থাকি কখন কষ্ট এসে আমাকে রক্ষা করবে। কষ্ট আছে বলেইতো সুখের অস্তিত্ব অনুভব করতে পারছি। তাই সুখ দুঃখের সহচরী হয়ে থাকে সারাক্ষণ। – সরি, লাগেজ গোছাতে গোছাতে দেরি করে ফেললাম। রাগ করোনিতো? – মোটেও না। কোথাও যাবার আগে এমনটা হওয়াই স্বাভাবিক। আচ্ছা, তোমার ফ্লাইট ক’টায়? রাত এগারোটায়। – তা হলেতো তোমার হাতে সময় নেই বললেই চলে! সুমন, অমন করে বলছো কেন? – ‘কষ্ট’ বলেই আমায় ডেকো। আমি খুশি হবো।

তুমিতো সব কিছুই জান। আমার কিছুই করার ছিল না। – লিওনেল রিচির বিক্ষাত ভিডিও সংগ ‘হ্যালো’র কথা মনে পড়ে তোমার? – এখনো দেখিনি আমি। কেন বলতো? – একটি মেয়ে সে মূলতঃ একজন স্কাল্পটর। কিন্তু দুটি চোখই তার অন্ধ এবং সে অবলিলায় স্কাপলটার করে যায়। – কি করে সম্ভব? -জাস্ট ‘ফিলিংস এন্ড লাভ’। শুধু লিওনের মুখন্ডল হাত দিয়ে স্পর্শ করে করে, কথা বলতে বলতে একদিন ঠিকই সে লিওনেলের মুখের এক অপুর্ব ‘স্কাল্পটার’ উপহার দিল। – ভীষণভাবে অবাক করে দিলে। – অবাক হবার কিছু নেই, হৃদয়ের অনুভূতি দিয়ে সম্ভব। – তাই বলে না দেখে শুধু স্পর্শ দিয়ে আর কথা শুনে একজনের চেহারা রূপদান অচিন্তনীয়। – হৃদয় দিয়ে হৃদয় অনুভব করলে তবেই মনের ভেতর ছবি আঁকা সম্ভব। যা পরবর্তীতে বাস্তবে রূপায়ন করা যায় মনের মাধুরি মিশিয়ে। – আমার পড়াশোনা শেষ হলে আমি আবার ফিরে আসছিতো। ক’টা দিনইতো, আমারও কি একটুও কষ্ট হবে না ভাবছো? – হয়তবা! – মানে কি? এই না বললে ‘হৃদয়’ দিয়ে অনুভবের প্রসঙ্গ? এখনই হারিয়ে গেল কেমন করে? – হারিয়ে যাবে কেন, সবার জন্য কতটুকু প্রযোজ্য তা তো আমার অজানা। – সময় হয়ে যাচ্ছে, ফিরে যেতে হবে আমাকে। মন খারাপ করো না প্লিজ। সুমন আমি ফিরে আসবোই। – সুমন নয় ‘কষ্ট’ বলেই ডেকো আমায়।।

বিদ্যুৎ সরকার : লেখক ও আলোকচিত্রী, টরন্টো, কানাডা

Exit mobile version